বিনোদন
সদ্যজাতকে নিয়ে হাসপাতালের বিছানায় সোনম? ভাইরাল ছবি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জনপ্রিয় দম্পতি সোনম কাপুর এবং আনন্দ আহুজার ঘরে আসছে নতুন সদস্য। কিন্তু তার আগেই ভাইরাল হল এক ছবি। আদৌ কি এই ছবি সত্যি?
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে, সোনম কাপুর এক সদ্যোজাত সন্তানকে আঁকড়ে নিজের কাছে জড়িয়ে রয়েছেন। অপর একটি ছবিতে সোনম ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, অন্য ছবিতে সোনম শিশুটির দিকে তাকিয়ে আছেন। তবে এই ছবি ভুয়ো। এডিট করে অন্য ছবির সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই ছবির কোন সত্যতা নেই।
উল্লেখ্য ২০২২ সালের মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় গর্ভধারণের কথা জানিয়েছেন সোনম। তারপর থেকে, সোনমকে সোশ্যাল মিডিয়ায় তার বেবি বাম্প এবং গর্ভাবস্থার বেশ কিছু ছবি দেখা গিয়েছে। এমনিতে বলিউডপাড়ায় সোনমকে ‘ক্ল্যাসি নায়িকা’ বলেই ডাকেন অনেকে। সোনম কাপুর মানেই লার্জার দ্যন লাইফ জীবনযাপন, ফ্যাশন সচেতন।
অন্তঃসত্ত্বা অভিনেত্রী বর্তমানে স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনেই থাকেন বেশির ভাগ সময়। সেখানে স্বামী আনন্দও দিনরাত খেয়াল রাখছেন সোনমের। প্রথম সন্তানের জন্য বিশেষ যত্ন নিচ্ছেন সোনম কাপুর নিজের। পুষ্টিকর খাওয়াদাওয়াতে মন দিয়েছেন খাদ্যরসিক সোনম। অন্তঃসত্ত্বা হওয়ায় শরীর-স্বাস্থ্য ঠিক রাখতে বাড়িতেই নিয়মিত ব্যায়াম করছেন সোনম কাপুর।