বাংলার খবর
রাহুল পরিচালিত প্রথম ছবিতে দেখা যাবে পুত্র সহজকে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ চক্রবর্তী পরিচালিত ছবিতে প্রথম দেখা যায় রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে। দারুন সফলতা পায় এই ছবি। সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা অর্জন করে এই নতুন জুটিও। রাহুল অর্থাৎ রাহুল বন্দ্যোপাধ্যায়ের অভিনয় দক্ষতা দর্শকের মনকে ছোঁয়। এই ছবির দু’বছর পরেই এই জুটি গাঁটছড়া বাঁধে।
কিছুদিন পর তাঁদের পুত্রসন্তান সহজ আসে তাঁদের জীবনে। কিন্তু এই জুটির সম্পর্কে চির ধরে। বিচ্ছেদ হয় আইনি ভাবে। কিন্তু এখনও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমান। সন্তান সহজের জীবন যাতে কঠিন না হয়, তার জন্যই তাঁদের এই সিদ্ধান্ত। এখনও এঁরা তিনজন রবিবার একসঙ্গে সময় কাটান। কিন্তু লোক দেখিয়ে ‘একসঙ্গে ভালো আছি’ বলে আসলে অশান্তি নিয়ে থাকাটা এঁরা দু’জনের কেউই চাননি। কিন্তু পুত্র সহজের শৈশব যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় সেই দিকটার খেয়ালও এঁরা রেখেছেন। এতদিন রাহুলকে আমরা শুধুমাত্র অভিনেতা বলেই জানতাম। কিন্তু তাঁর এই পরিচয়ের সঙ্গে নতুন এক পরিচয় যুক্ত হতে চলেছে। রাহুলের পরিচালিত ছবির শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। অভিনেতা রাহুল এখন পরিচালক রাহুল হিসাবেও পরিচিত হবেন। সব থেকে আনন্দের বিষয় হল, ছেলে সহজ এই ছবিতে অভিনয় করবে। মা-বাবা দু’জনেই অভিনয় জগতের মানুষ। তাঁদের ছেলেও খুব স্বাভাবিক ভাবেই এই জগতে পা দেবে।
কিন্তু এতো ছোট বয়সে, তাও বাবার পরিচালিত প্রথম ছবিতে তার আত্মপ্রকাশ, সত্যি বেশ আলাদা অনুভূতি দিচ্ছে স্বয়ং পরিচালক তথা পিতা রাহুলকে। রাহুল জানিয়েছেন, তাঁর এই ছবিতে একটি শিশু শিল্পীর ভূমিকা আছে। তখন হঠাৎই তাঁর সহজের কথা মাথায় আসে। সিদ্ধান্ত নিয়ে নেন যে ছেলেকেই তাঁর নির্দেশনায় কাজ করাবেন। ছবিটির নাম ‘কলকাতা-৯৬’। মূলত তিনদিনের ঘটনা বর্ণিত হয়েছে এই ছবিতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারে তিনদিনে কত কিছু ঘটে যেতে পারে, সে কথাই দেখানো হয়েছে এই ছবিতে। এছাড়াও, ১৯৯৬ সালের ২২ জানুয়ারি লন্ডনে লর্ডসের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক শতরানের ঘটনাটিও বেশ গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে এই ছবিতে। এই ছবির মূল চরিত্রে অভিনয় করবেন ঋত্ত্বিক চক্রবর্তী। রাহুলকে অবশ্য এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে না। অভিনেতা থেকে পরিচালক-রাহুলের এই নতুন রূপে আত্মপ্রকাশ যেমন চমকপ্রদ, ঠিক ততটাই খুশির ব্যাপার হল পরিচালক বাবার সঙ্গে অভিনয়ে অভিষেক হচ্ছে পুত্র সহজেরও।