বাংলার খবর
শ্বশুরবাড়িতে এসে আত্মঘাতী জামাই

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শ্বশুরবাড়িতে এসে আত্মঘাতী জামাই। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার বুনিয়াদপুর পৌরসভার ১০ নম্বর ওয়াডের পীরতলা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম বিনোদ কুমার শর্মা। তাঁর নিজের বাড়ি মালদহ জেলায় হলেও বহুদিন ধরে শ্বশুর বাড়িতেই থাকত সে। কিন্তু ঠিক কী কারণে সে আত্মহত্যা করল সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি মৃতের বাড়ির লোকেরা। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: পথদুর্ঘটনা মৃত ৪ ব্যক্তি সহ ১৩ গবাদি পশু
সূত্রের খবর, বংশীহারী থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। তবে কী ভাবে শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু হল? তা জানতেএলাকায় ব্যাপক শোরগোল ছড়ায়।