দেশের খবর
বিয়ে ও মেলার ক্ষেত্রে কিছুটা ছাড়! রাজ্যে ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ল কোভিড বিধিনিষেধের মেয়াদ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে জারি থাকা করোনার কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হল। রাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় গত ২ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে ৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত করোনার বিধিনিষেধ জারি করে নবান্ন।
শনিবারই সেই বিধিনিষেধের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার সেই সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল। তবে বিয়ের অনুষ্ঠান ও মেলার ক্ষেত্রে নিয়ম কিছুটা সিথিল করা হয়েছে। আগে বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জনের উপস্থিতির সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল। শনিবারের বিজ্ঞপ্তিতে সেই সংখ্যাটা বাড়িয়ে ২০০ কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক, এর মধ্যে যেটা কম, সেই সংখ্যক মানুষ একই সময় উপস্থিত থাকতে পারবেন বলে জানানো হয়েছে। করোনা সংক্রান্ত সমস্ত বিধি নিষেধ কঠোরভাবে মেনে খোলা আকাশের নিচে মেলা করার অনুমতিও দেওয়া হয়েছে। এ ছাড়া আগের নির্দেশিকার সমস্ত নির্দেশ অপরিবর্তিত রাখা হয়েছে।
এই নয়া বিজ্ঞপ্তির পর কলকাতা বইমেলা হচ্ছে বলে জানিয়েছেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ চট্টোপাধ্যায়। আগের বিজ্ঞপ্তিতে প্রথমে সন্ধে ৭টায় লোকাল ট্রেন বন্ধ করার কথা বলা হলেও পরে তা বাড়িয়ে রাত ১০টা করা হয়। এবং ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, জিম, সুইমিং পুল, স্পা, বিউটি পার্লার, সেলুন সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে অবশ্য অর্ধেক ক্রেতা নিয়ে সেলুন খোলার নির্দেশ দেয় রাজ্য সরকার।