বাংলার খবর
ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, ভাঙচুর নার্সিংহোমে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চিকিৎসার গাফিলতিতে ফের রোগী মৃত্যুর অভিযোগ উঠল বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে নার্সিংহোমে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ দেখান মৃতার পরিবারের সদস্যরা। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চন্ডীতলার বেগমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চন্ডীতলার বেগমপুরে একটি বেসরকারি নার্সিংহোমে রবিবার ভর্তি করা হয় ইশা সরকারকে। বছর দশেকের ইশার বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা থানার সোদপুর অপূর্বনগরে। গত ২১ মার্চ তারিখে ইশা সাইকেল থেকে পরে যায়। তার বাঁদিকের কলারবোনে চির ধরে। অভিযোগ, সেদিনই স্থানীয় অস্থি চিকিৎসক সুদীপ্ত পোদ্দারকে দেখালে ওই চিকিৎসক পরামর্শ দেন বেগমপুরে নার্সিংহোমে স্বাস্থ্যসাথি কার্ডে তিনি ইশার অস্ত্রপচার করে দেবেন।
আরও পড়ুন: ভোট আসে ভোট যায়, অসহায় মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার দুয়ারে পৌঁছায় না রেশন-বার্ধক্যভাতা
জানা গিয়েছে, সেইমতো রবিবার ইশাকে নার্সিংহোমে ভর্তি করার পর সোমবার বারোটা নাগাদ অস্ত্রপচার শুরু হয়। দুপুর ২’টোর সময় অস্ত্রপচার শেষ হলেও তাঁর পরিবারের সদস্যদের ইশার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে তাঁর পরিবারকে।জিজ্ঞাসা করলে বলা হয়, ইশার হার্ট অ্যাটাক হয়েছে ভেন্টিলেশানে দিতে হবে। ব্যবস্থা করুন। এই বিষয়ে ইশার বাবা গোলক সরকার বলেন, ”আমরা কোথায় খুঁজব বুঝে উঠতে পারিনা। তখন নার্সিংহোম থেকে বলা হয় অপেক্ষা করতে। অবশেষে সন্ধা ছ’টার সময় জানানো হয় মৃত্যুর খবর।আমাদের কাছে গিয়ে দেখতে দেওয়া হয়নি। দূর থেকে দেখি পাম্প করছে। ভুল চিকিৎসায় মেয়েটাকে মেরে ফেলল।”
এদিকে এই ঘটনায় চণ্ডীতলা থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাবা গোলক সরকার। যদিও চিকিৎসক সুদীপ্ত পোদ্দার বলেন, ”আমার কাছে নিয়ে আসার পর দেখে বুঝেছিলাম অস্ত্রপচার করতে হবে। তাই বলেছিলাম ভর্তি করতে। সেইমত পরিবার খোঁজ খবর নিয়ে ভর্তি করে। অস্ত্রপচারের পর ওটিতেই একবার হার্ট অ্যাটাক করে রোগী।সেটা কোনো ভাবে আটকানো গিয়েছিল আইসিইউতে দেবার পর দ্বিতীয়বার হয় তখন আর কিছু করার ছিল না।”
আরও পড়ুন: মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ২ ছাত্র , আহত ১
যদিও চিকিৎসায় গাফিলতি বা ভুলের কথা অস্বীকার করে চিকিৎসকের দাবি, পোস্টমর্টেম করলে বোঝা যাবে কি কারনে মৃত্যু হয়েছে। এত কম বয়সের একটা রোগীর হার্ট অ্যাটাক কি করে হল তা বুঝে উঠতে পারছে না নার্সিংহোম কর্তৃপক্ষও। শুধু তাই নয়, চিকিৎসায় গাফিলতির অভিযোগও মানেননি তাঁরা।