বাংলার খবর
টাইগার হিলে তুষারপাত! বরফের চাদরে ঢেকে গিয়েছে দার্জিলিং

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দার্জিলিং জুড়ে তাপমাত্রা এই মুহুর্তে নেমে গিয়েছে ২.৩ ডিগ্রিতে। দার্জিলিঙের টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম এলাকায় ব্যাপক তুষারপাত চলছে। বরফের সাদা চাদরে মুড়ে গিয়েছে গোটা দার্জিলিঙের পার্বত্য এলাকা। পর্যটকরা যাঁরা রয়েছেন দার্জিলিঙে, তাঁরা চরম আনন্দ উপভোগ করছেন।
তবে ব্যাপক তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পর্যটকেরা যেমন আনন্দ করছেন তেমনই, বিপদের মধ্যে গাড়ি চালাতে হচ্ছে। কারণ, রাস্তায় পড়ে রয়েছে সাদা বরফের এক-আধ ফিট পুরু আস্তরন। গাছপালা থেকে বাড়িঘর ও রাস্তায় দাঁড়য়ে থাকা গাড়িগুলিও সম্পূর্ণ ঢেকে গিয়েছে সাদা বরফের চাদরে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এই সময় দার্জিলিংঙের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে।
সেই কারণেই তুষারপাত হচ্ছে। গত দু’দিন ধরেই তুষারপাত হচ্ছিল দার্জিলিঙের সান্দাকফু ও সিকিমের ছাঙ্গুতে। এবার টাইগার হিলেও শুরু হয়েছে তুষারপাত। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। মাঝে মধ্যেই ঝিরঝিরি বৃষ্টি হয়েছে। প্রবল কনকনে ঠান্ডা হাওয়ায় জুবুথুবু অবস্থা রায়গঞ্জে। বেলা বাড়লেও রোদের দেখা মেলেনি। বুধবার রায়গঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ভোরবেলা থেকেই ঘন কুয়াশায় ঢাকা ছিল গোটা ধূপগুড়ি সহ ডুয়ার্স। সকাল হতেই কুয়াশা কিছুটা কাটতেই কালো মেঘে ঢাকে আকাশ।