বাংলার খবর
সোফার ভিতরে সাপ! তাড়াতে গিয়ে কালঘাম ছুটল মালিকের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পশু চিকিৎসকরে দামী সোফায় ঢুকে ছিল সাপ। উদ্ধার করতে কাটতে হল সোফা।
ময়নাগুড়ি বাশিলার ডাঙা এলাকার বাসিন্দা পেশায় পশু চিকিৎসক ডাক্তার নিশীথরঞ্জন দাস। শখ করে তিনি একটি লাল রঙের দামী সোফা কিনেছিলেন। রবিবার ছিল জামাই ষষ্ঠী। বিকেলে জামাই এসেছিল। জামাই বরন করার আগে সেই সোফায় বসে চা খাচ্ছিলেন তিনি।
হঠাৎ তিনি অনুভব করেন তার পিঠের দিক দিয়ে খুব ঠান্ডা কিন্তু চলে যাচ্ছে। এরপর সোফা থেকে উঠে তিনি ভাল করে লক্ষ্য করলে দেখতে পান একটি সাপ তার সোফার ভেতর থেকে উঁকি মারছে।
দৃশ্য দেখে শিউরে ওঠেন তিনি। বুঝতে পারেন এই সাপটিই তার পিঠের ওপর ওঠার চেষ্টা করছিল। এরপর তিনি ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে খবর দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু দাসকে।
আরও পড়ুন: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, বাংলায় ফের বিনিয়োগ করবেন গৌতম আদানি
খবর পেয়ে টিম নিয়ে ছুটে যান তিনি। এরপর নন্দু দাসের টিম প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়েছিল যাতে সোফা না কেটে সাপটিকে বের করা যায়। কিন্তু দীর্ঘক্ষন পরেও সাপ না বের হওয়ায় ডাক্তারবাবু বলেন, ”আমার শখের সোফা যায় যাক। প্রয়োজনে আপনারা সোফা কেটে সাপ বের করুন”।
আরও পড়ুন: মাধ্যমিকে পঞ্চম হওয়া অনিন্দ্যকে শুভেচ্ছা জানালেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী
এরপর ওই দলের সদস্যরা সকলে মিলে সোফা কেটে সাপ উদ্ধার করলে হাফ ছেড়ে বাঁচেন পরিবারের সকলে। সাপ উদ্ধারের পর নন্দু দাস বলেন, ”এটি একটি র্যাট স্নেক। নির্বিষ সাপ। সম্ভবত এই বাড়িতে ইঁদুর আছে। তাই খাবারের লোভে ঢুকেছে। এই সাপ পরিবেশ থাকা খুব জরুরি। উদ্ধারের পর আমরা এই বাড়িতে সাপ নিয়ে সচেতনতার প্রচার করলাম। সাপটিকে এখন তার উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে”।