ওঁরা বোঝে না শরণার্থী কথার মানে! সীমান্তে দুই খুদের সঙ্গে খেলায় মত্ত স্লোভাক পুলিশ
Connect with us

ভাইরাল খবর

ওঁরা বোঝে না শরণার্থী কথার মানে! সীমান্তে দুই খুদের সঙ্গে খেলায় মত্ত স্লোভাক পুলিশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা ২৫ দিন হরে অব্যাহত রুশ-ইউক্রেন দ্বন্ধ। দুই দেশের এই যুদ্ধে অঘোরে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ। সন্তানকে যুদ্ধে পাঠিয়ে কোল খালি হয়ে যাচ্ছে বহু মায়েদের। তবুও মাথা নত করতে নারাজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক মহলের কাছে ক্রমশ কোণঠাসা হয়ে আসলেও ইউক্রেন আগ্রাসনে বদ্ধপরিকর রাশিয়া। নির্বিচারে গণহত্যায় রাষ্ট্রসংঘের মঞ্চেও মুখ পুড়েছে পুতিনের দেশে। তবুও জমি ছাড়তে নারাজ পুতিন।

শুধু তাই নয়, রুশ আগ্রসন থেকে প্রাণে বাঁচতে দলে দলে দেশ ত্যাগ করে শরণার্থীর মতোন পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলির গ্রামে গিয়ে আশ্রয় নিচ্ছেন বহু ইউক্রেনীয় নাগরিকরা। চারিদিকে শুধুই গোলাগুলি,রক্তাক্ত পরিবেশ আর ঘনঘন শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। এই অবস্থায় গোটা বিশ্বই রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। মুহুর্মুহ রাশিয়ার গোলা বর্ষণে রাতের ঘুম উড়ে গিয়েছে ইউক্রেনের বাসিন্দাদের। প্রাণ বাঁচাতে হাঁটতে হচ্ছে মাইলের পর মাইল রাস্তা। থাকতে হচ্ছে অন্ধকার বাঙ্কারের নীচে।

আরও পড়ুন: International Day of Happiness: সুখী দেশের সূচকে পিছিয়ে ভারত, জেনে নিন বিশ্বের সেরা পাঁচটি সুখী দেশের নাম

Advertisement

চারিদিকে এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মন ভালো করে দেওয়া একটি খুব সুন্দর ভিডিয়ো। স্লোভাক প্রজাতন্ত্রের পুলিশের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল দ্বারা শেয়ার করা একটি মিষ্টি ভিডিয়ো। সোশ্যাল মিডিয়াজুড়ে যখন শুধুই যুদ্ধের,হিংসা আর হানাহানির খবর তখন স্লোভাক পুলিশের তরফে শেয়ার করা এই ভিডিয়ো নিশ্চিত ভাবে আপনার মুখে হাসি ফুটিয়ে তুলবে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, দুই স্লোভাক পুলিশ কর্তা দুই ইউক্রেনীয় শরণার্থী শিশুর সঙ্গে খেলা করছেন। শুধু তাই নয়, তাঁদের মধ্যে একজন খুদে শিশুকে নিজের কোলে তুলে নিয়ে তাঁদের দুজনের সঙ্গে ছোটাছুটি খেলছেন।

আরও পড়ুন: Google Doodle: ‘নওরোজ’ পালনে সকাল থেকেই বিশেষ সাজে গুগল, জেনে নিন বিশেষ এই দিনটির অজানা ইতিহাস

ওই ক্লিপটিতে দুই অফিসারকে দেখা যাচ্ছে যে বাচ্চাদের সঙ্গে খেলছেন এবং দৌড়াচ্ছেন। শুধু তাই নয় ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয়েছে, ”সীমান্তে, পুলিশ অফিসার, সৈন্য, অগ্নিনির্বাপক এবং অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা খুব সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করেন। শীতকালে এবং দীর্ঘ ক্লান্তিকর ভ্রমণের পরে শিশুদের জন্য অপেক্ষা করাকে আরও আনন্দদায়ক করে তোলে। এই ধরনের মুহূর্তগুলি আমাদের আশায় পূর্ণ করে যে যুদ্ধ শীঘ্রই শেষ হবে এবং মানবতা জয়ী হবে।”

Advertisement