বাংলার খবর
নারায়ণ দেবনাথের শারীরিক অবস্থার সামান্য উন্নতি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল প্রখ্যাত শিল্পী নারায়ণ দেবনাথের। তিনি এখন স্থিতিশীল হলেও এখনও সংকট কাটেনি বলেই হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে। শারীরিক অসুস্থতা নিয়ে বেশ কয়েক দিন ধরেই দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘নন্টে ফন্টে’, ‘হাঁদা ভোঁদা’, ‘বাটুল দি গ্রেট’ এর স্রষ্টা।
কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়তে থাকায় শনিবার রাতেই তাঁকে বাইপ্যাপ থেকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তাছাড়াও তাঁর কিডনিতেও সমস্যা রয়েছে। তবে সোমবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৭ বছর বয়সী শিল্পীর শরীরে অক্সিজেনের মাত্রা বেড়ে ৯৯ শতাংশ হয়েছে। তবে এখনও কৃত্রিম উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হচ্ছে। নলের মাধ্যমে তাঁকে খাবার দেওয়া হচ্ছে। প্রস্রাবের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে। চিকিৎসকদের সঙ্গে তিনি কথাও বলছেন।
তাঁর শারীরিক পরিস্থিতি আরও কিছুটা উন্নতি হলে আগামীকাল আরও বেশ কিছু টেস্ট করা হবে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছেন নারায়ণ দেবনাথ। এর আগেও তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তবে এবারে তাঁর শারীরিক অবস্থা খুবই গুরুতর। মেডিসিন বিশেষজ্ঞ সমরজিৎ নস্করের নেতৃত্বে অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গড়া একটি মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছেন।