দেশের খবর
ছ’বছরের দত্তক কন্যাকে গরম তেল ঢেলে পুড়িয়ে দিলেন মা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তরপ্রদেশে আবারও নারকীয় ঘটনা। ৬ বছরের দত্তক কন্যাকে গরম তেল দিয়ে পুড়িয়ে দিলেন মা! শুধু তাই নয়, শিশুটির উপর চরম অত্যাচার ও শারীরিকভাবে নিগ্রহের অভিযোগও উঠেছে মায়ের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে মা’কে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর জখম অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে যান তার বাবা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই শিশু।
অভিযোগ, মা ওই শিশুটির ওপর সাঁড়াশি দিয়ে অত্যাচার করতেন। এমনকী ওই শিশুটির গোপনাঙ্গে গরম তেল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। মেয়েকে হাসপাতালে ভর্তি করে লখনউয়ের ঠাকুরগঞ্জ থানায় স্ত্রীর নামে অভিযোগের দায়ের করেছেন ওই ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার রাতে ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের লখনউয়ে ঘটেছে এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই মহিলার বয়স ৩৫। পুলিশি জেরায় ওই মহিলা জানিয়েছেন, এই শিশুটিকে তাঁরা দত্তক নিয়েছিলেন। তাঁর স্বামী ছ’মাস আগেই ওই শিশু কন্যাটিকে দত্তক নিয়েছিলেন।
ধৃত ওই মহিলার স্বামী অজয়কুমার পুলিশকে জানিয়েছেন, তাঁরা নিঃসন্তান। সেই কারণেই তিনি ওই শিশু কন্যাকে দত্তক নিয়েছিলেন। কিন্তু দত্তক নেওয়ায় সায় ছিল না তাঁর স্ত্রীর। সেই কারণেই দত্তক নেওয়া ৬ বছরের এই শিশু কন্যাকে প্রায়ই শারীরিক অত্যাচার ও নিগ্রহ করতেন তাঁর স্ত্রী। এমনকি ওই মহিলা শিশুটির গোপনাঙ্গে গরম তেল ঢেলে পুড়িয়ে দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন অজয় কুমার।