বাংলার খবর
গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি! জখম ৬

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে গুরুতর জখম ৬ জন। আহতদের মধ্যে ২ শিশু রয়েছে।
জানা গিয়েছে, আহতদের উদ্ধার করে প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যেকের আঘাত গুরুতর থাকায় তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রামে রাখহরি ধাড়া বাড়িতেই একটি মুদির দোকান চালান। দোকানে ক্রেতারা কেনাকাটা করতে এসেছিলেন। সেই সময় আচমকাই দোকান লাগোয়া ধাড়া পরিবারের রান্নাঘরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার তীব্র আওয়াজে ফেটে যায়।
আরও পড়ুন: মামাবাড়িতে এসে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর
এরপরই আগুন ছড়িয়ে পড়ে বাড়ির একাংশে। আগুনে পুড়ে গুরুতর জখম হন পরিবারের দুই সদস্যা সহ দোকানে কেনাকাটা করতে আসা আরও ৪ জন। আহত ৬ জনকে দ্রুত উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের শরীরের বিভিন্ন অংশ গুরুতর ভাবে পুড়ে যাওয়ায় পরে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়।