বাংলার খবর
সুরের জাদুতে মূর্ছা যান শ্রোতারা, জনপ্রিয় এই গায়ককে দেখা যাবে অন্য ভূমিকায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: তাঁর কন্ঠের জাদুতে মেতে ওঠে আসমুদ্র হিমাচল। ওয়েডিং থেকে ব্রেকাপ সং এক কথায় Arijit Singh অনবদ্য। ভারতের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে দেখা যাবে অন্য ভূমিকায়। এবার নিজের স্কুলেই পরিচালন সমিতির সভাপতি হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।
টলি থেকে বলি একের পর এক হিট গান উপহার দিয়ে গিয়েছেন তিনি। তাঁর গানের সুরে মুগ্ধ শ্রোতারা। গানের জগতে খ্যাতির চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েও নিজের মাটিকে ভুলে যাননি তিনি। যখনই বাংলায় নিজের ভিটেমাটিতে এসেছেন তখনই সকলকে নিয়ে মেতে থাকতে দেখা গিয়েছে তাঁকে। স্টারসুলুভ মনোভাব কোনওদিনই প্রকাশ পাইনি তাঁর চরিত্রে।
জানা গিয়েছে, সময়-সুযোগ হলেই শিকড়ের টানে ছুটে আসেন মুর্শিদাবাদে। তবে এ বারের সফর একটু অন্যরকম। এ বার জিয়াগঞ্জের বাড়িতে এসে নতুন দায়িত্ব নিলেন তিনি। শৈশবে যে স্কুলে পড়েছেন, সেই জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের সভাপতির দায়িত্ব নিলেন অরিজিৎ। কিছু দিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করেন। তার পরই তাঁর এই নয়া ভূমিকার কথা জানা গেল।
আরও পড়ুন: ২৫ এপ্রিল শুরু কলকাতা চলচ্চিত্র উৎসব, ফেস্টিভ্যালের অন্যতম প্রধান আকর্ষণ সাঁওতালি ছবি ‘আশা’
জিয়াগঞ্জ রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্টাচার্য জানান, রাজ্যে সরকারের অনুমতি ক্রমে স্কুলের সভাপতির দায়িত্ব নিয়েছেন অরিজিৎ। গত ১৩ এপ্রিল তিনি এই দায়িত্ব নিয়েছেন বলে জানান তিনি। স্কুলের উন্নয়ন সম্পর্কে অরিজিতের সঙ্গে আলোচনা হচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: RanbirAlia Wedding: প্রতীক্ষার অবসান, চারহাত এক হল রালিয়ার
এদিকে বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় অরিজিৎ সিং-এর একটি ছবি। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে, ছেলের স্কুলের গেটের সামনে ছেলেকে নিয়ে অপেক্ষা করছেন তিনি। শুধু তাই নয়, অরিজিৎ যে মাটির মানুষ এই প্রমাণ এর আগেও পাওয়া গিয়েছে বহুবার। মুম্বইনিবাসী হয়েও নিজের ছেলেকে কোনও হাইপ্রোফাইল স্কুলে নয়, বরং ভর্তি করিয়েছেন জেলারই এক সাধারণ স্কুলে।