শিলিগুড়িতে টয়ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন প্রৌঢ়
Connect with us

বাংলার খবর

শিলিগুড়িতে টয়ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন প্রৌঢ়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টয়ট্রেনের ধাক্কায় মৃত্যুর খবর সেভাবে আমাদের নজরে না এলেও এবার ঘটল সেই ঘটনায়। টয়ট্রেনের ধাক্কায় শিলিগুড়িতে মর্মান্তিক ভাবে মৃত্যু হল এক ব্যক্তির। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি তিনি আত্মহত্যা করেছেন তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, টয়ট্রেনের ধাক্কায় মৃত ওই ব্যক্তির নাম বাবলু শা। তিনি শিলিগুড়ির দাগাপুরের বাসিন্দা। এদিকে কীভাবে হল এই ঘটনাটি? স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে রওনা দিয়েছিল টয় ট্রেনটি। এদিকে শিলিগুড়ি জংশন স্টেশন থেকে সুকনা স্টেশনের দিকে যাচ্ছিল ট্রেনটি। পথে দাগাপুরের পিন্টেল ভিলেজের কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। সম্ভবত ট্রেনটির কাছে কোনওভাবে ওই ব্যক্তি চলে এসেছিলেন। তখনই টয় ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এদিকে পাহাড়ে ওঠার আগেই এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে। ঘটনার খবর পেয়ে আরপিএফ ঘটনাস্থলে ছুটে যায়। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ঘরে একা পেয়ে ঘুমন্ত ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

Advertisement

অন্যদিকে, এক দশম শ্রেণীর ছাত্রীকে মুখ ও হাত বেঁধে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায়। নির্যাতিতা ওই ছাত্রী বর্তমানে চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

আরও পড়ুন: ‘এঁরা বিধানসভায় আসেন অসভ্যতা করতে’, শুভেন্দুকে তোপ পার্থ চট্টোপাধ্যায়ের

জানা গিয়েছে,  অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  রবিবার সকাল ১১ টা নাগাদ ওই স্কুলছাত্রী একাই ঘরে ঘুমিয়ে ছিলেন। সেই সময় প্রতিবেশী যুবক সেখ রাইহান ঘরে ঢুকে মুখ ও হাত বেঁধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ধর্ষিতা ওই স্কুলছাত্রী পুরো ঘটনাটি তার পরিবারের লোককে জানায়। এরপরই এই বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তের বিরুদ্ধে। 

Advertisement