বিনোদন
মাদক-কাণ্ডে নয়া মোড়, পুলিশের জালে শক্তি কাপূরের ছেলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আরিয়ান খানের পর এবার মাদক কাণ্ডে উঠে এল বলিউড অভিনেতা শক্তি কাপূরের ছেলে এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপূরের ভাই সিদ্ধান্ত কপূরের নাম। কর্নাটকের বেঙ্গালুরুতে একটি হোটেলে আয়োজিত রেভ পার্টিতে পুলিশি অভিযান চলাকালীন গ্রেফতার হন সিদ্ধান্ত কপূর। শুধু তিনি নন, তাঁর সঙ্গে ওই পার্টি থেকে আরও ছ’জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।
উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে বেঙ্গালুরুর এমজি রোডের এক হোটেলে অভিযান চালায় পুলিশ। সেখানে মাদক নেওয়ার অপরাধে মোট ৩৫ জনের নমুনা পরীক্ষা করতে পাঠায় পুলিশ। সেই পরীক্ষায় মোট সাতজনের ফল ইতিবাচক হয়। তার মধ্যে ছিলেন শক্তি পুত্র। তবে কোথায় তাঁরা মাদক নিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা হোটেলে মাদক নিয়েছিলেন, নাকি মাদক নেওয়ার পর পর হোটেলে এসেছিল তা এখনও জানা না গেলেও জিজ্ঞাসাবাদ চলছে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে সলমন খান অভিনীত ‘জুড়ুয়া’ ছবিতে শিশুশিল্পীর ভূমিকায় অভিনয় করেন সিদ্ধান্ত। পরে অভিনেতা হিসেবে নিজের সফর শুরু করেন ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ ছবির মাধ্যমে। তারপর থেকে ‘জজবা’, ‘হাসিনা পার্কার’, ‘চেহরে’র মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘ভওকাল’ সিরিজে চিন্টুর ভূমিকায় নজর কাড়েন সিদ্ধান্ত।
Karnataka | Actor Shraddha Kapoor's brother Siddhanth Kapoor detained during police raid at a rave party in a Bengaluru hotel, last night. He is among the 6 people allegedly found to have consumed drugs: Bengaluru Police pic.twitter.com/UuHZKMzUH0
— ANI (@ANI) June 13, 2022