দেশের খবর
অসুস্থ লালুপ্রসাদ যাদবকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী-নীতিশ-রাহুল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সিঙ্গাপুরেও নিয়ে যাওয়া হতে পারে বলে জানিয়েছেন তাঁর পুত্র তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব।
লালু প্রসাদ যাদবের শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন দেশের রাজনৈতিক মহল। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে পাটনার পারস হাসপাতালে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য প্রয়োজনীয় চিকিৎসার আশ্বাসও দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। তেজস্বীকে ফোন করে লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তেজস্বীকে ফোন করেছেন বলে জানিয়েছেন আরজেডি মুখপাত্র চিত্তরঞ্জন গগন। শারীরিক অবস্থা জানার পাশাপাশি প্রধানমন্ত্রী লালুপ্রসাদ যাদবের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ফোন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
গত ৪ জুলাই নিজের বাড়িতে পড়ে যান লালুপ্রসাদ যাদব।তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় পাটনার পারস হাসপাতালে। পরীক্ষায় দেখা যায় তাঁর ডান কাধের হাঁড়ে চিড় ধরেছে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে তার আগে থেকেই কিডনি ও হার্টের সমস্যায় ভুগছেন লালুপ্রসাদ যাদব। গত কয়েক দিনে সেই সমস্যা নতুন করে বেড়েছে। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। বুধবার লালু পুত্র তেজস্বী যাদব নিজেই এই কথা জানিয়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদিকদের মুখোমুখি হয়ে তেজস্বী বলেছেন, ‘বাবার শারীরিক অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। কিন্তু নতুন করে কিডনি ও হার্টের সমস্যা দেখা দিয়েছে। তার জন্য কিছুদিন আগেই দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছিল। এইমস-এর চিকিৎসকদের পরামর্শেই চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’