দেশের খবর
অসুস্থ প্রখ্যাত শিল্পী নারায়ণ দেবনাথ! ভর্তি হাসপাতাল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও অসুস্থ প্রখ্যাত শিল্পী নারায়ণ দেবনাথ। কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ৯৮ বছর বয়স্ক প্রখ্যাত এই শিল্পীকে আইসিইউতে রাখা হয়েছে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
শ্বাস-প্রশ্বাসের পাশাপাশি অন্যান্য আরও শারীরিক সমস্যা রয়েছে তাঁর। তাঁকে রক্ত দিতে হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর চিকিৎসার সবরকম দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। ‘হাঁদা-ভোঁদা’, ‘নন্টে-ফন্টে’, ‘বাঁটুল দি গ্রেট’ এর স্রষ্টার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল তাঁকে হাসপাতালে দেখতে যান সমবায় মন্ত্রী অরূপ রায় এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা।