বাংলার খবর
প্রথম দিনেই রেকর্ড, ৩১ হাজার যাত্রী সওয়ার হলেন শিয়ালদহ মেট্রোয়!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার সকালে শিয়ালদহ থেকে যাত্রা শুরু করেছে মেট্রো। আর শুরুতেই রেকর্ড। মেট্রোরেল কর্তৃপক্ষের দেওয়া পরিসংখ্যানে অনুযায়ী বৃহস্পতিবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটের প্রথম দিনেই রেকর্ড পরিমান যাত্রী মেট্রোয় যাত্রা করেছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার প্রথম দিনেই ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদহ থেকে সেক্টর-৫ এর মধ্যে ৩১ হাজার ৩৭ জন মোট্রোয় চড়েছেন। তার মধ্যে শুধুমাত্র শিয়ালদহ স্টেশন থেকেই মেট্রোয় সওয়ার হয়েছেন ১২ হাজার ৬৮১ যাত্রী। প্রথম দিনই এই পরিমাণ যাত্রী দেখে বেজায় খুশি মেট্রোরেল কর্তৃপক্ষ।
ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে প্রথম ধাপে যখন সেক্টর-৫ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছিল, তখন যাত্রী সংখ্যা নেহাতই হাতে গোনা ছিল। পরে একটা স্টেশন বেড়ে সেক্টর-৫ থেকে ফুলবাগান অবধি শুরু হয় মেট্রো পরিষেবা। কিন্তু তাতেও বাড়ছিল না যাত্রী সংখ্যা। গত ১১ মার্চ মোট যাত্রী সংখ্যা ছিল মাত্র ৩ হাজার ৮৬৮। সেখানে শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা শুরু হতেই প্রথম দিনেই প্রায় ১০ গুণ বেড়ে গেল যাত্রী সংখ্যা। যা ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে রেকর্ড। শুক্রবার থেকে যাত্রী সংখ্যা আরও বাড়বে বলেই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।
শিয়ালদহ থেকে মেট্রো পরিষেবা চালু হওয়ার জন্য চাতকের মত চেয়েছিলে রাজ্যবাসী। তাই মানুষের মধ্যে কম উত্তেজনা ছিল না। প্রথম দিনেই নতুন রুটের প্রথম মেট্রোয় সওয়ার হতে ভোররাত থেকেই শিয়ালদহ স্টেশনে ভিড় জমাতে শুরু করেছিলেন অসংখ্য মানুষ। ভিড় উপচে পড়েছিল শিয়ালদহ স্টেশনে। বাস, অটোর জন্য অপেক্ষা, বাসে ঠাসাঠাসি করে ঘেমেনেয়ে যাত্রা, অফিসে লেটে পৌঁছন ভুলে মাত্র ২১ মিনিটেই আরামে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পৌঁছে যাচ্ছেন। স্বভাবতই উচ্ছ্বসিত যাত্রীরা। সেই কারণে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে অনেকেই বাস-অটো ছেড়ে প্রথম দিনেই সওয়ারর হলেন মেট্রোতে। আর তাতেই ভিড় সামলাতে কাল ঘাম ছুটে গেল মেট্রো কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার শিয়ালদহ থেকে সকাল ৬:৫৫ মিনিটে সেক্টর-৫ এর উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করল মেট্রো। তার আগে ভোররাত থেকেই টিকিট কাটার জন্য লাইন পড়ে গিয়েছিল শিয়ালদহ স্টেশন চত্বরে। যাত্রী থেকে শুরু করে মেট্রোরেল কর্তৃপক্ষের মধ্যেও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শিয়ালদহ স্টেশনে সর্বপ্রথম ট্রেনের যাত্রীদের হাতে গোলাপ ফুলও তুলে দিল মেট্রো কতৃপক্ষ।