বাংলার খবর
শুভেন্দুর গড়েও বিজেপিতে বড়সড় ভাঙন! কাঁথির ৫ কাউন্সিলর পদ্ম ছেড়ে তৃণমূলে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই ভাঙতে শুরু করেছে বিজেপি। একাধিক বিধায়ক সহ আরও অনেক নেতা-কর্মী দল ছাড়তে শুরু করেন। কোনও মতেই দলের ভাঙন ঠেকাতে পারছিল না রাজ্য বিজেপি।
দলে ভাঙন ঠেকাতে রাজ্য কমিটিতে একাধিক পরিবর্তন করে রাজ্য বিজেপি। কিন্তু রাজ্য কমিটি পরিবর্তন করে দলের কোন্দল আরও প্রকট হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় বিজেপি নেতা-কর্মীরা পদ্ম ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বড়সড় ভাঙন ধরল বিজেপিতে। কাঁথি পৌরসভার ৫ কাউন্সিলর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পটাসপুরের বিধায়ক উত্তম বারিক। দলত্যাগী সবাই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত। গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে কাঁথি পৌরসভার ১৬ জন কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার তাঁদের মধ্যে ৫ জন তৃণমূলে যোগ দিল। সদ্য তৃণমূলে যোগ দেওয়া এক কাউন্সিলার জানিয়েছেন, বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না। মানুষের জন্য কাজ করতে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতেই তাঁরা তৃণমূলে যোগ দিলেন।