দেশের খবর
অমিত শাহরর সাহায্যে গুজরাতে চার হাজার কোটি টাকা সরিয়েছেন শুভেন্দু! বিস্ফোরক অভিযোগ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নিজের জেলার গোষ্ঠিকোন্দল নিয়ে এমনিতেই অস্বস্তিতে রয়েছেন। তার মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কাঁথি-এক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। তিনি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন কাঁথি সহ একাধিক জায়গা থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাহায্যে প্রায় চার হাজার কোটি টাকা গুজরাতের সমবায় ব্যাংকে শুভেন্দু সরিয়েছেন বলেও অভিযোগ করেছেন তিনি। দু’দিন আগেই গ্রিনসিটি মিশন প্রকল্পে দুর্নীতি ও অনিময়ের জন্য শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়ি ‘শান্তিকুঞ্জ’ তে নোটিশ পাঠিয়েছিল কাঁথি থানার পুলিশ। সেই নিয়েও শুভেন্দুকে কটাক্ষ করে ও হুঁশিয়ারি দিয়ে প্রদীপ গায়েন বলেছেন, ‘এখন বাড়িতে পুলিশ যাচ্ছে। দু’দিন পরে ওঁর দুয়ারে সিআইডি হানা দেবে। তারপর টাকা ফেরত আনার জন্য ওঁর বাড়িতে যাবে জনগণ।’
তিনি আরও বলেন, ‘কার নির্দেশে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, সেই টাকা কোথায় যেত, সব তথ্য আসতে আসতে বেরোবে। আরও অনেকেই এর সঙ্গে জড়িয়ে আছেন। যা তথ্যপ্রমাণ আছে, তাতে এক মাসের মধ্যে শুভেন্দু অধিকারীর রাতের ঘুম উড়ে যাবে।’
উল্লেখ্য, নবান্নের নির্দেশেই গ্রিনসিটি মিশন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। গত বছরের ২৯ ডিসেম্বর জেলাশাসকের নির্দেশে এই দুর্নীতির তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটিতে রয়েছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্তি জেলাশাসক শ্বেতা আগরওয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মানব সিংলা, কাঁথির মহকুমাশাসক, মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা, কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস সহ প্রশাসনিক কর্তা এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান।
তারই তদন্তের জন্য দু’দিন আগেই সাংসদ শিশির অধিকারীর বড় ছেলে তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অপর পুত্র তথা সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রীকে নোটিশ পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে তদন্তকারী দল। কাঁথি থানার পুলিশ গিয়েই শান্তিকুঞ্জে সেই নোটিশ দিয়ে এসেছিল। তবে তাঁরা কবে হাজিরা দেবেন, সেই সম্পর্কে কিছু জানা যায়নি।