বাংলার খবর
বিজেপির কোন্দল থামাতে আসরে শুভেন্দু অধিকারী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব এই মুহূর্তে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে সবথেকে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিত্যদিন গেরুয়া শিবিরে বিক্ষুব্ধ নেতাদের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যেই বিক্ষুব্ধ নেতাদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন তিনি। কিন্তু শান্তনু ঠাকুর সম্পর্কে কোনও রকম উক্তি করতে রাজি নন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী দলের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করেননি। পাশাপাশি তিনি জানিয়েছেন, শান্তনু ঠাকুর তাঁর সহকর্মী। সংখ্যালঘিষ্ঠদের একজন সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও।
তাই শান্তনু ঠাকুর কী করবেন, কী সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে তিনি কোনও কথা বলবেন না বলে জানিয়ে দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই অভিমত নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন, আসলে এই কথা বলে তিনি বিক্ষুব্ধদের বার্তা দিলেন। কোনও ফাঁদে যে তিনি পা দিতে চাননা সেটা বুঝিয়ে দিয়েছেন।