শোভন-বৈশাখীর 'কাশ্মীর ফাইলস' রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়
Connect with us

ভাইরাল খবর

শোভন-বৈশাখীর ‘কাশ্মীর ফাইলস’ রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : কখনও ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে চেপে বৈকালিক ভ্রমণ, আবার কখনও ফ্ল্যাটের ব্যালকনিতে ‘মম চিত্তে নিতি নৃত্যে’ রবীন্দ্র সংগীতের সঙ্গে দু’জনের নাচ! এই ‘লাভ বার্ডস’ এর একের পর এক ছবি-‌ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শোভন-বৈশাখীর ‘কাশ্মীর ফাইলস’। বেশ কিছুদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর আবার সোশ্যাল মিডিয়ায় হাজির শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় জুটি।

এবার কাশ্মীরে দেখা গেল এই জুটিকে। সঙ্গে রয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কন্যা মেহুলও। কলকাতার গরম থেকে বাঁচতে এই মুহূর্তে দু’জনেই কাশ্মীরের ঠান্ডায় ছুটি কাটাচ্ছেন। আর ভূস্বর্গের গুলমার্গে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বরফের মধ্যে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ছবিতে ক্যাপশন দিয়েছেন ‘কাশ্মীর ফাইলস’। যা নিমিষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে কখনও দেখা যাচ্ছে ‘বন্ধু’ বৈশাখীর কাঁধে হাত রেখে বরফের মধ্যে হাঁটছেন শোভন। কখনও বা মেয়ের সঙ্গে দেখা গিয়েছে বৈশাখীকে। আবার কখনও বা টিউলিপ গার্ডেনে বসে হাসিমুখে পোজ দিয়েছেন শোভন-বৈশাখী। যা কনকনে ঠাণ্ডাতেও উষ্ণতা ছড়াচ্ছে কাশ্মীরে। শোভন-বৈশাখীর এই ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে নেট মাধ্যমে রীতিমতো চর্চাও শুরু হয়ে গিয়েছে।