বাংলার খবর
আমহার্স্ট স্ট্রিটে প্রকাশ্য দিবালোকে শুট আউট! গুলিতে যখন এক ব্যক্তি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটে প্রকাশ্য দিবালোকে শুট আউট! গুলিতে যখন এক ব্যক্তি। উত্তর কলকাতার রাজাবাজার মোড়ের কাছে আমহার্স্ট স্ট্রিটে লাগোয়া কেশব সেন স্ট্রিটে বুধবার বিকেলে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুলির আঘাতে জখম হন দীপক দাস নামে এক ব্যবসায়ী।
তাঁর মাথায় গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দীপক দাস প্রোমোটিঙের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে। গুলির শব্দে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আর্মহার্স্ট স্ট্রিট থানার পুলিশ।
আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এই গুলি চালানোর ঘটনায় কারা যুক্ত রয়েছে, বা কতজন দুষ্কৃতী ছিল, সেই সব খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। যদিও এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি। এভাবে দিনে দুপুরে জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় স্বাভাবিকভাবেই শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে।