খেলা-ধূলা
কেটেলবেলে দেশের মুখ উজ্জ্বল করলেন সোনার মেয়ে শিবানী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পেশায় একজন চাটার্ড অ্যাকাউন্টেন্ট । নেশা কেটেলবেল খেলা। আর এই নেশার জেরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ গ্রহণ করে দেশের হয়ে দু’টি স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন শিবানী আগরওয়াল। সম্প্রতি গ্রিসের লৌট্রাকিতে অনুষ্ঠিত হয়ে গেল কেটেলবেল গেমের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আর সেই চ্যাম্পিয়নশিপে সবাইকে তাক লাগিয়ে দিয়ে দুটি বিভাগেই স্বর্ণপদক ছিনিয়ে আনতে সমর্থ্য হয়েছেন শিবানী। এই সাফল্যের জন্য ৪ জুলাই গ্রিসে ভারতীয় দূতাবাসে তাঁকে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়।
শুধু তাই নয়, তাঁর এই খেতাব জয়ের জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়ে তাঁকে চিঠি দিয়েছেন। গ্রিস থেকে ফিরে বৃহস্পতিবার কলকাতায় সাংবাদিকদের সামনে হাজির হয়ে ২৯তম কেটেলবেল বিশ্বচ্যাম্পিয়নশিপে সাফল্যের অভিজ্ঞতার কথা বর্ণনা করেন শিবানী দেবী। উল্লেখ্য, পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার পাশাপাশি ৩৯ বছর বয়সী শিবানী আগরওয়াল ২০১৮ সাল থেকেই ধারাবাহিকভাবে এই চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন।