আন্তর্জাতিক
বাংলাদেশী পড়ুয়াদের উদ্ধারে সাহায্যের হাত বাড়াল ভারত, মোদিকে ‘ধন্যবাদ’ হাসিনার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা ১৪ দিনে পড়েছে রুশ-ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine War)। রুশ সেনাবাহিনীর আগ্রাসনে খড়কুটোর মতো উড়ে যাচ্ছে ইউক্রেনের একের পর এক বহুতল, অফিস-কাছাড়ি, হাসপাতাল। বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় দুই দেশের মধ্যে চলা যুদ্ধের মাঝে পড়ে মহাফাঁপরে পড়েছেন ইউক্রেনে থাকা বিদেশী নাগরিকরা। যদিও কেন্দ্রের তরফে ‘অপারেশন গঙ্গা’ (Operation Ganga) প্রোযেক্টের মাধ্যমে ইতিমধ্যে বহু ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে। বাকিদেরও তড়িৎগতিতে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
তবে শুধু ভারতীয় পড়ুয়ারাই (Indian Students) নয়, দুই দেশের মধ্যে চলা এই যুদ্ধে সেখানে আটকে থাকা বহু বাংলাদেশি, পাকিস্তানি এবং তুরস্কের পড়ুয়াদেরও তাঁদের দেশে ফেরানোর ব্যবস্থা করে দিয়েছে ভারত সরকার। ইউক্রেনে আটকে থাকা এই সমস্ত পড়ুয়াদেরও সীমান্ত পেরোনোর জন্য ভারতীয় দূতাবাসের বাসে ওঠার ব্যবস্থাও করে দিয়েছে ভারত সরকার। আর এর জন্যই ভারতের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।
এদিন তিনি টুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ”ভারতের প্রধানমন্ত্রী মোদিকে অসংখ্য ধন্যবাদ। তিনি এবং ভারতীয় দূতাবাসের প্রচেষ্টায় যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন থেকে রক্ষা পেয়েছেন ৬ বাংলাদেশী পড়ুয়া। তাঁদের ইউক্রেন সীমান্ত পেরোনোর সময় ভারতীয় দূতাবাসের বাসে উঠতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।”
আরও পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই রাজ্য সহ-সভাপতির পদ পেলেন জয়প্রকাশ মজুমদার
বুধবার সংবাদ সংস্থা ANI এর তরফে টুইট করা একটি পোস্ট থেকে জানা গিয়েছে, ভারতীয় দূতাবাসের তরফে ইউক্রেনের সামি শহর থেকে সেখানে আটকে থাকা বাকি ভারতীয়দের দেশে ফেরানোর জন্য মোট ১২ টি বাসের ব্যবস্থা করা হয়েছিল। সেই বাসেই কিছু বাংলাদেশী,নেপালি ও তুরস্কের নাগরিকদের তোলার ছাড়পত্র দিয়েছিল ভারত সরকার। এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশী পড়ুয়াদের তাঁদের নিজের দেশে ফেরানোর জন্য ভারত সরকার যে বন্দোবস্ত করেছে, আশাকরি এবার তাঁরা নিরাপদে দ্রুত ঘরে পৌঁছতে পারবেন।
প্রসঙ্গত, গত ১৪ দিন ধরে অব্যাহত রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। দুই দেশের এই যুদ্ধে মহাবিপদে পড়েছেন সেখানে আটকে থাকা বহু বিদেশী নাগরিকরা। যদিও ইতিমধ্যে ভারত সরকারের তরফে প্রায় ১৬ হাজার ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে।বাকিদেরও দ্রুত দেশে ফেরানোর জন্য তড়িৎগতিতে কাজ চালাচ্ছে ভারতীয় দূতাবাস এবং বায়ুসেনা।