শার্দুলের সপ্তবানে ধরাশায়ী প্রোটিয়ারা! তবুও চাপে ভারত
Connect with us

খেলা-ধূলা

শার্দুলের সপ্তবানে ধরাশায়ী প্রোটিয়ারা! তবুও চাপে ভারত

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ২০২ রানের পুঁজি নিয়ে ম্যাচে ফিরতে বোলারদের দিকেই তাকিয়ে ছিল গোটা দল। সেই ভরসার মান রাখলেন ভারতীয় বোলাররা। শার্দুল ঠাকুরের (Shardul Thakur) সপ্ত বানে ম‍্যাচে ফিরেছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৮৫ রানে দুই উইকেট হারিয়ে ফের কিছুটা চাপেই থাকল ভারত। লোকেশ রাহুল (৮) ও মায়াঙ্ক আগরওয়াল (২৩) রানে আউট হয়েছেন।

অফ ফর্মে থাকা দুই অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা (৩৫) ও অজিঙ্ক রাহানে (১১) অপরাজিত রয়েছেন। টেস্ট কেরিয়ারকে বাঁচিয়ে রাখতে হলে বুধবার বড় রান করতেই হবে এই দুই ব্যাটসম্যানকে। ভারতের প্রথম ইনিংসে ২০২ রানের জবাবে ব‍্যাট করতে নেমে সোমবার ১ উইকেটে ৩৫ রানে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার সকাল থেকেই লড়াই করছিল দক্ষিণ আফ্রিকাও। কিন্তু সব লড়াই একাই শেষ করে দেন ২৫ বছরের ডান হাতি মিডিয়াম পেসার শার্দুল ঠাকুর। ১৭.৫ ওভার বল করে ৬১ রান দিয়ে তিনি একাই নিলেন সাত উইকেট।

ফলে ২২৯ রানেই দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায়। প্রথম ইনিংসে ২৭ রানে লিড নিয়েছে প্রোটিয়া। কিগান পিটারসেন (৬১) এবং টেম্বা বাভুমা (৫১) ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি। গত বছর অস্ট্রেলিয়ার মাটিতেও নজরকাড়া পারফরমেন্স করেছিলেন শার্দুল। এবার জোহাসেনবার্গে টেস্ট স্মরণীয় করে রাখলেন শার্দূল। অধিনায়ক এলগার (২৮), পিটারসেন, ডুসেন (১), কেইল ভেরিনে (২১), বাভুমা, জ্যানসেন (২১) এবং এনগিডি (০) শার্দুলের শিকার হয়েছেন। দুটি উইকেট নিয়েছেন মহম্মদ শামি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.