আন্তর্জাতিক
শেয়ারবাজারে কারসাজির অভিযোগে সাকিব আল হাসানকে ২.২৬ কোটি টাকা জরিমানা

শেয়ারবাজারে কারচুপির দায়ে এবার বড়সড় আর্থিক জরিমানার মুখে পড়লেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) জানিয়েছে, একটি নির্দিষ্ট কোম্পানির শেয়ারে মূল্যবৃদ্ধি নিয়ে কারসাজিতে জড়িত থাকার অভিযোগে সাকিবের বিরুদ্ধে ২ কোটি ২৬ লাখ টাকার জরিমানা ধার্য করা হয়েছে।
জানা গেছে, সোনালী পেপার নামের একটি কোম্পানির শেয়ার নিয়ে ২০২১ সালের সেপ্টেম্বরে ও ডিসেম্বরে দুই দফায় এই কারসাজি চালানো হয়। ওই সময়কালে কোম্পানির শেয়ারের দাম বেড়ে যায় প্রায় ১২৬ শতাংশ। মোট ১৩ জন ব্যক্তি এতে যুক্ত ছিলেন, যাঁরা যৌথভাবে ৩৩.৬৩ কোটি টাকা লাভ করেন। BSEC-এর তদন্তে তাঁদের মধ্যে সাকিব আল হাসানের নাম উঠে আসে।
আরও পড়ুন – অপহৃত কৃষক উকিল বর্মনের ঘরে ফেরা: সীমান্ত রাজনীতিতে উত্তাল তৃণমূল-বিজেপি
এই ঘটনায় সাকিবের পক্ষ থেকে অনিচ্ছাকৃত ভুল বলে জানানো হয়েছে এবং শেয়ার বাজারে ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদিও ভুল স্বীকার করেও শেষরক্ষা হয়নি—BSEC তাঁদের আর্থিক জরিমানার সিদ্ধান্তে অটল থেকেছে।
এদিকে, জাতীয় দল থেকে ছিটকে যাওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক নিষেধাজ্ঞা কাটিয়ে PSL-এ দল পাওয়ার খবরে কিছুটা স্বস্তি মিললেও, এই নতুন বিতর্ক সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে আরও চাপের কারণ হয়ে উঠেছে।