৩০ বছরে পা ইন্ড্রাস্ট্রিতে, প্রকাশ্যে শাহরুখের 'পাঠান'য়ের লুক
Connect with us

বিনোদন

৩০ বছরে পা ইন্ড্রাস্ট্রিতে, প্রকাশ্যে শাহরুখের ‘পাঠান’য়ের লুক

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ৩০ বছর সম্পূর্ণ হল কিং খানের। ১৯৯২ সালের এই দিনে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে ভারতীয় সিনেমায় অভিষেক হয় কিং খানের। এরপর হিন্দি ছায়াছবির দুনিয়ায় কেটে গেছে তাঁর জমকালো তিন দশক। তাঁর এই দিনটিকে বিশেষ করে তুলতে ও ভক্তদের ধন্যবাদ জানাতে সামনে আনলেন ‘পাঠান’ ছবির লুক।

এক মুখ দাড়ি, হাতে বন্দুক। শাহরুখে অ্যাংরি অবতার দেখে ফের যেন শাহরুখ যুগের শুরু হল বলে মনে হচ্ছে। ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘‌৩০ বছর এবং আপনাদের ভালোবাসা ও হাসি তা অগুণিত।’‌ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় এই ছবি আগামী বছর জানুয়ারিতে মুক্তি পাবে। টিজারে বাদশাকে বলতে শোনা গিয়েছে, খুব শিগগিরি দেখা হচ্ছে। পাঠানের সঙ্গে মুলাকাতের জন্য অপেক্ষা করুন।

View this post on Instagram

Advertisement

A post shared by Shah Rukh Khan (@iamsrk)



উল্লেখ্য, বিগত ৪ বছর পর রুপোলি পর্দায় ফিরতে চলেছে কিং খান। ‘পাঠান’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২৫ জানুয়ারি। হিন্দি ছাড়াও ছবিটি মুক্তি পাবে তামিল ও তেলেগু ভাষাতেও। ‘‌পাঠান’‌ ছবিতে শাহরুখের পাশাপাশি রয়েছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম। এই ছবির শুটিং চলাকালীন করোনার জেরে যশ রাজ ফিল্ম স্টুডিওতেই এই সিনেমার শুটিং হয়। ছবির কিছু অংশের শুটিং হয় দুবাইতে। এই সিনেমায় সলমন খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.