লাইফ স্টাইল
গরমে দক্ষিণ ভারতে বেড়াতে যাওয়ার বেশ কিছু জায়গা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গরমকালে দক্ষিণ ভারতের গরমের কারণে কেউই সেখানে বেড়াতে যান না। কিন্তু দক্ষিন ভারতেও বেশ কিছু জায়গা আছে যেখানে গরম কালেও ঘুরতে যাওয়া যায়। আসুন জেনে নি সেই জায়গাগুলির নাম।
কেরলের ওয়েনাড় এমন একটি জায়গা যেখানে গেলে উপভোগ করা যায় নিরিবিলিতে পাহাড়ের সৌন্দর্য্য। অরণ্য, পাহাড় এবং জলধারায় আচ্ছন্ন একটি অপূর্ব সুন্দর স্থান এটি। এর আরেক অসাধারণ আকর্ষণ হল ট্রি-হাউস। অপূর্ব সুন্দর এই ট্রি হাউসের ভিতরের ব্যবস্থা অত্যাধুনিক। পাহাড়ের গায়ে বিস্তীর্ণ চায়ের বাগান, চেম্বরা পাহাড়ে ট্রেকিং, এড়াক্কল গুহা, মিনমুত্তি ঝরনা ওয়েনাড়ের আকর্ষণীয় স্থান।
ইয়েলগিরি হল তামিলনাড়ুর অত্যন্ত জনপ্রিয় শৈলশহর। এটি পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটানোর আদর্শ স্থান । এখানকার প্রাকৃতিক পরিবেশ আর খাবার দুইই অসাধারণ। শৈলশহরটি ছাড়াও ইয়েলগিরি অরণ্য, জলগম্পারাই জলপ্রপাত অপূর্ব সুন্দর। এখানকার কফি খুব সুস্বাদু।
কর্ণাটকের উত্তর কানাড়া জেলার ছোট্টো শহর গোকর্ণ। এর আরেক নাম কানাড়ার মন্দির নগরী। বহু মানুষ তীর্থ করতে গোকর্ণ যান। গোকর্ণের একটি দিকে রয়েছে বিশাল আরব সাগর। আর সেই সাগরের তীরেই রয়েছে মন্দির নগরী গোকর্ণের একাধিক সমুদ্র সৈকত। কম খরচে গ্রীষ্মকালীন ভ্রমণের আদর্শ স্থান হতে পারে এটি। গোকর্ণের মহাবালেশ্বর মন্দিরে অবস্থিত শিবলিঙ্গটির আকৃতি অনেকটা ঠিক গরুর কানের মতো। সেকারণেই এই স্থানের নাম হয়েছে গোকর্ণ।
কেরলের ওয়ানাড় জেলার বৈথিরি এক অপূর্ব সুন্দর পর্যটনক্ষেত্র। গরমেও এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম। এই ছোট্টো পাহাড়ি শহরের আবহাওয়া এবং পরিবেশ অত্যন্ত আরামদায়ক। অফবিট স্থান যাঁরা ভালোবাসেন তাঁরা অনায়াসেই বৈথিরি ঘুরে আসতে পারেন।এখানকার পাহাড়ের ঢালগুলি সবুজ সবুজে পরিপূর্ণ। গরমে এখানে বেড়াতে যেমন ভালো লাগে, তেমনি বর্ষার পরেও এখানকার সৌন্দর্য্য অসাধারণ হয়ে ওঠে।
অন্ধ্রপ্রদেশের হর্সলে পাহাড় হানিমুন কাপলদের নিরিবিলিতে সময় কাটানোর আদর্শ স্থান হতেই পারে। এখানকার সৌন্দর্য্য অতুলনীয়। ঘন অরণ্য রয়েছে হর্সলে পাহাড়ে।অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এই স্থান খুব ভালো। নানা ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস্ ও অ্যাক্টিভিটি, র্যাপেলিং, জর্বিং এবং পাহাড়ের চারপাশে ট্রেইল, ট্রেকিং এবং হাইকিংয়ের দুর্দান্ত সুযোগ রয়েছে এখানে।
অন্ধ্রপ্রদেশের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনক্ষেত্র হলো আরাকু উপত্যকা। প্রকৃতির সৌন্দর্য্য যেন উপচে পড়েছে এই উপত্যকায়। এর একদিকে আছে রেল পথের সুড়ঙ্গের ফাঁকে ফাঁকে পাহাড়ি ঝরনার সারি আর অন্যদিকে রয়েছে সবুজ বন ভূমিযুক্ত পাহাড়। আরাকু ভ্যালির অনন্তগিরি পাহাড়ের স্তরে স্তরে সাজানো রয়েছে প্রাকৃতিক ঝরণা। এই পাহাড়ের শতাব্দী প্রাচীন বোরা গুহাটি এখানকার সবচেয়ে আকর্ষণীয় স্থান।এখানকার কফি মিউজিয়ামটি দেখার মতো জিনিস। আরাকুর আরেকটি আকর্ষণীয় স্থান হল পদ্মপুরম বোটানিক্যাল গার্ডেন। এর ভিতরে রয়েছে টয়ট্রেন।