আন্তর্জাতিক
রাশিয়া থেকে ব্যাবসা বন্ধের সিদ্ধান্ত নিল কোক, পেপসি সহ একাধিক সংস্থা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ইউক্রেনে রাশিয়ার আক্রমনের পর থেকেই বিভিন্ন দেশে বিভিন্ন ধরণের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যুদ্ধ বন্ধের। কিন্তু রাশিয়া নিজের সিদ্ধান্তে অনড় থাকায় পুতিনের দেশের উপর আসতে শুরু করেছে একের পর এক নিষেধাজ্ঞা। বিভিন্ন মহল থেকে রাশিয়াকে কোনঠাসা করার চেষ্টা করছে। এবার সেই পথেই হাঁটতে শুরু করল কোকাকোলা, পেপসি, ম্যাকডোনাল্ডস সহ বিশ্ব বিখ্যাত সংস্থা।
সূত্রের খবর, রাশিয়ার ইউক্রেনে হামলার জেরে রাশিয়ায় ব্যবসা বন্ধের সিদ্ধান্ত জানাতে বাধ্য হল কোকাকোলা, পেপসি কো, ম্যাকডোনাল্ডসের মতো বহুজাতিক সংস্থা। সেদেশে ইতিমধ্যেই ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ঘোষণা করেছে নেটফ্লিক্স, লিভাইজের মতো পশ্চিমী সংস্থা।
এবার সেই তালিকায় জুড়ছে কোক, পেপসি এবং খাদ্য ও পানীয় প্রস্তুতকারী সংস্থা ম্যাকডোনাল্ডস, স্টারবাকস।ইউক্রেনের ওপর হামলা ঘোষণা পর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে বিভিন্ন দেশ ও সংস্থা। পুতিনের দেশকে একঘরে করে দেওয়ার চেষ্টা চলছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: অর্থের ভান্ডার সচল রাখতে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া
প্রসঙ্গত, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জারি রয়েছে রাশিয়ার। টানা ১৪ দিন ধরে অব্যাহত যুদ্ধ। বিপর্যস্ত জনজীবন। কান পাতলেই শোনা যাচ্ছে মিশাইল, গোলাগুলি বর্ষণ আর সাইরেনের শব্দ। দুই দেশের এই যুদ্ধে বেজায় বিপাকে পড়েছেন রাশিয়ান এবং ইউক্রেনের বাসিন্দারা। টানা যুদ্ধে একদিকে যেমন ব্যাহত হচ্ছে ইউক্রেনের নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন তেমনই বিধ্বস্ত অবস্থা রাশিয়ান নাগরিকদেরও।
জানা গিয়েছে, ইউক্রেনের উপর অবিচারে যুদ্ধ চালানোর জন্য আন্তর্জাতিক মহলে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে রাশিয়া। মুখ ফিরিয়েছে ব্রিটেন-আমেরিকা, ফ্রান্স,জার্মানি। বাড়ছে একাধিক পণ্যের দাম। আমদানি বন্ধ করা হয়েছে গ্যাস, ভোজ্যতেল। রাশিয়াকে অর্থ সাহায্য বন্ধ করেছে বিশ্বব্যাঙ্ক।
আরও পড়ুন: বাংলাদেশী পড়ুয়াদের উদ্ধারে সাহায্যের হাত বাড়াল ভারত, মোদিকে ‘ধন্যবাদ’ হাসিনার
এই অবস্থায় ফের বিপর্যয় রাশিয়ানদের জনজীবনে। বুধবার একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্ক ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমী দুনিয়া থেকে কোনও অর্থ সাহায্য না পাওয়ায় এবার সাধারণ নাগরিকদের উপর ব্যাঙ্ক থেকে নগদ তোলার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।