দেশের খবর
কৃষ্ণ কল্যাণী সহ চার বিধায়কের নিরাপত্তা বাড়ানো হচ্ছে, শুভেন্দুকে বিরোধী দলনেতার পদ থেকে সরানোর দাবি রায়গঞ্জের বিধায়কের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : বুধবার বিধানসভার অধিবেশন চলাকালীন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী সহ সৌমেন রায়, তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাসকে প্রকাশ্যে আয়কর হানার হুমকি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই নিয়ে বিধানসভা সহ ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। এরপরই কৃষ্ণ কল্যাণী সহ চার বিধায়ক বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত অভিযোগ জানান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ আনার প্রক্রিয়া শুরু করেছেন। এই হুমকির পরই চার বিধায়কের নিরাপত্তা আরও বাড়ানোর নির্দেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাঁদের নিরাপত্তা আঁটোসাটো করার দায়িত্ব রাজ্য পুলিশের ডিজি’কে দেওয়া হয়েছে। স্পিকার নিজেও এই চার বিধায়ককে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। এদিকে গোটা ঘটনায় শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন রায়গঞ্জের বিধায়ক। রাজ্যের বিরোধী দলনেতা থাকার মতো যোগ্যতা নন্দীগ্রামের বিজেপি বিধায়কের নেই। তাই পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা মাথায় রেখে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া উচিত বলেও দাবি করেছেন কৃষ্ণ কল্যাণী।
তিনি বলেছেন, ‘আমি যখন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম তখন উনি হুইপ জারি করে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলেন। আমি তো সঙ্গে সঙ্গেই রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগ করেছি। কিন্তু বারবার উনি বিধানসভার কার্যপ্রণালিকে ভন্ডুল করে আমাদের মতো নতুন বিধায়কদের কিছু শিখতে দেবেন না, এটা কোন ধরনের রাজনীতি! এই রাজনীতিক আমি সমর্থন করি না। এই রাজনীতিকে আমি ঘৃণা করি। শুভেন্দু অধিকারীর যা কার্যকলাপ, তাতে পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা মাথায় রেখে উনার মতো লোক বিরোধী দলনেতা হওয়ার যোগ্য নন। সুযোগ পেলে এই দাবী আমি অবশ্যই করবো।’