দেশের খবর
উপত্যকায় পাঁচ জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের উত্তপ্ত জম্মু ও কাশ্মীর। রবিবার কাশ্মীরের পুলওয়ামা ও বদগাওঁয়ে সেনাবাহিনীর সঙ্গে দু’টি পৃথক এনকাউন্টারে খতম হয়েছে পাঁচ সন্ত্রাসবাদী। নিহত জেহাদিদের মধ্যে রয়েছে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি।
কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২ ঘণ্টা ধরে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে চলে। অবশেষে খতম হয় জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি-সহ পাঁচ জঙ্গি। নিহতদের মধ্যে একজন পাকিস্তানী সন্ত্রাসবাদীও রয়েছে। নিহতদের কাছ থেকে একে-৫৬ রাইফেল-সহ অন্যান্য অত্যাধুনিক হাতিয়ার ও নথি উদ্ধার হয়েছে বলে খবর। এদিকে শনিবার জঙ্গিদের হামলায় উপত্যকায় এক পুলিশকর্মী শহীদ হন।