দেশের খবর
নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাড়িতে ঢোকার চেষ্টা! ধৃতের দাবি, তাঁর শরীরে বাইরে থেকে নিয়ন্ত্রিত চিপ লাগানো আছে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েক বছর ধরেই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের টার্গেট হয়ে আছেন দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দীর্ঘদিন ধরেই দেশের নিরাপত্তার ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। দেশে বহু ঘটনার সাক্ষী তিনি।
তাঁর পরিকল্পনার জন্যই জঙ্গিদের বহু পরিকল্পনা ভেস্তে গিয়েছে। যার ফলে বহু দিন ধরেই জঙ্গিদের টার্গেট হয়ে আছেন তিনি। এমনকি গত বছর জইশ জঙ্গির কাছ থেকে তাঁর অফিসের রেকি করার একটি ভিডিও পাওয়া গিয়েছিল। এই ঘটনার পর থেকেই অজিত দোভালের নিরাপত্তা আরও জোরদার করা হয়। এবার বুধবার সকালে অজিত দোভালের বাড়িতে ঢোকার চেষ্টা করে এক ব্যক্তি! নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে আটক করলে ওই ব্যক্তি অনর্গল কথা বলতে থাকেন। এরপর ওই ব্যক্তি বলেন, তাঁর শরীরে চিপ লাগানো আছে এবং তিনি বাইরে থেকে নিয়ন্ত্রিত। এরপর তাঁর শরীরে এমআরআই করলে শরীরে কোনও চিপ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তি বেঙ্গালুরুর বাসিন্দা। ওই ব্যক্তিকে দিল্লি সন্ত্রাসদমন শাখার হাতে তুলে দেওয়া হয়েছে। এর সঙ্গে অন্য কোনও চক্রান্ত বা জঙ্গি যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে দেশের সন্ত্রাসদমন শাখার আধিকারিকরা।