সংক্রমণের গ্রাফচিত্র ঊর্ধ্বমুখী, নয়ডায় জারি ১৪৪ ধারা
Connect with us

দেশের খবর

সংক্রমণের গ্রাফচিত্র ঊর্ধ্বমুখী, নয়ডায় জারি ১৪৪ ধারা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বস্তি নেই! ফের উদ্বেগ বাড়িয়ে দেশে ক্রমশ মাথাচাড়া দিচ্ছে Covid19 সংক্রমণ। ইতিমধ্যে সারাদেশে করোনা সংক্রমণের গণ্ডি ৩ হাজারের ঘর ছাড়িয়েছে। এই অবস্থায় সংক্রমণের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে UttarPradesh-এর নয়ডায় জারি করা হল ১৪৪ ধারা।

সোমবার নয়ডার স্থানীয় জেলা প্রশাসনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ২ মে থেকে ৩০ মে পর্যন্ত নয়ডার গৌতম বুদ্ধ নগরে জারি থাকবে ১৪৪ ধারা। সরকারি কার্ফু চলাকালীন এই সময়ে কোনও ব্যক্তি যদি এই নির্দেশ অমান্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কঠোর শাস্তির মুখে পড়বেন তিনি।

আরও পড়ুন: শ্রমেই কর্মের সার্থকতা, মে দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

Advertisement

জানা গিয়েছে, রাজধানী দিল্লি সহ যোগী রাজ্য উত্তরপ্রদেশেও ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমণের রেশ। এই অবস্থায় পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য চলতি উৎসবের মাস অর্থাৎ সোমবার ২ মে থেকে ৩০ মে পর্যন্ত এই কার্ফু জারি থাকবে। আসন্ন ইদ উৎসব, লোক নায়ক জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা, পরশুরাম জয়ন্তী উপলক্ষ্যে কেউ যাতে মন্দির-মসজিদে ভিড় করতে না পারেন তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কার্ফু চলাকালীন কেউ বিক্ষোভ প্রদর্শন, অনশন, নামাজ বা মন্দিরে গিয়ে পুজো অর্চনা করতে পারবেন না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকারি নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে কেউ যদি এইসব কাজ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: মাসের শুরুতেই জ্বালানির দরে ছ্যাঁকা, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

এছাড়াও প্রশাসনের অনুমতি ছাড়া কার্ফু মোতাবেক এলাকায় লাউডস্পিকারের ব্যবহার বা কেউ যদি লাউডস্পিকার বিক্রি অথবা ভাড়া দেন তাহলে সংশ্লিষ্ট সেই ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই কার্ফু জারি থাকবে বলে জানানো হয়েছে। এর আগে গত ১ এপ্রিল ১৪৪ ধারা জারি করা নিয়ে একটি নির্দেশ জারি করা হয়েছিল। ১৪৪ ধারার অধীনে, একজন জেলা ম্যাজিস্ট্রেট, একজন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, বা রাজ্য সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনও নির্বাহী ম্যাজিস্ট্রেট সংক্রমণের পরিস্থিতি বুঝে তা মোকাবিলা করার জন্য এই নির্দেশিকা জারি করতে পারেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.