বাংলার খবর
শিয়ালদহ মেট্রোর উদ্বোধন সোমবার, উদ্বোধনী অনুষ্ঠানে নাম নেই মুখ্যমন্ত্রীর! ক্ষুব্ধ ফিরহাদ

বেঙ্গল এক্সপ্রেস খবর: আগামী ১১ জুলাই অর্থাৎ সোমবার উদ্বোধন হচ্ছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পরিষেবার। তবে সাধারণ যাত্রীদের জন্য আগামী ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হবে এই রুটের মেট্রো পরিষেবা। তার আগেই শিয়ালদহ মেট্রোর উদ্বোধনকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
তৃণমূল সূত্রে খবর, আগামী সোমবার শিয়ালদহ মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণই জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অথচ রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ই এই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন এবং তাঁর হাত ধরেই সূচনা হয়েছিল এই প্রকল্পের। মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী। অথচ সেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে পরিষেবার উদ্বোধনে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। যদিও রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, উদ্বোধন কে করবেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এক সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি।
উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানোয় বেজায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এই নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার তিনি বলেছেন, ‘বাংলার মানুষকে এইভাবে বোকা বানানো যাবে না। বাংলার মানুষ জানেন এই মেট্রো প্রকল্পের পরিকল্পনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী থাকাকালীন উনি এই প্রকল্পের অনুমোদন করেছিলেন। মেট্রোর প্রত্যেক কাজে প্রতি মুহূর্তে সহযোগিতা করছে রাজ্য। জমি দেওয়া থেকে শুরু করে একাধিক সমস্যা ছিল। সব ক্ষেত্রেই সমস্যার সমাধানে রাজ্য সরকার সহযোগিতা করেছে। তারপরেও সৌজন্যবোধের অভাব। বিভিন্ন রকম বাহানা দেখিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারকে ব্রাত্য রাখার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার জন্য মোটেও লালায়িত নন। কেন্দ্র যদি প্রতিমুহূর্তে এইভাবে অসহযোগিতা করে তাহলে রাজ্যের পক্ষেও কি সহযোগিতা করা সম্ভব?’
এই নিয়ে রেল কর্তৃপক্ষের থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ‘আগামী ১১ জুলাই সোমবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রোরেল পরিষেবার উদ্বোধন হবে। তবে ওইদিন থেকেই যাত্রীরা মেট্রোয় চড়তে পারবেন না। আগামী ১৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাঁরা মেট্রোয় চড়তে পারবেন। এই মেট্রো পরিষেবা, কলকাতার যানজটের চিত্রটাকেই বদলে দেবে।’
রাজ্য বনাম কেন্দ্রের সংঘাত এই প্রথম নয়। কিছুদিন আগেই কামারকুন্ডুতে রেল ফ্লাইওভারের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বোধনী অনুষ্ঠানে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সহ রেল মন্ত্রকের কোনও আধিকারিককে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি বলেই অভিযোগ তুলেছিল বিজেপি। তার কিছুদিন পরই আবারও কামারকুন্ডু ফ্লাইওভারের উদ্বোধন করা হয়। সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দিল্লি থেকে ভার্চুয়ালি ওই ফ্লাইওভারের উদ্বোধন করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই নিয়ে রীতিমতো সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এবার শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পরিষেবার উদ্বোধন নিয়েও শুরু হয়ে গেল রাজনৈতিক তরজা।