দার্জিলিঙের এসডিও বাংলোয় ধস, এক নিরাপত্তা কর্মীর মৃত্যু
Connect with us

বাংলার খবর

দার্জিলিঙের এসডিও বাংলোয় ধস, এক নিরাপত্তা কর্মীর মৃত্যু

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পাহাড়ে ধস থামার কোনও লক্ষণ নেই। দিন দিন নতুন নতুন দুর্ঘটনার খবর এসেই চলেছে গোটা পার্বত্য এলাকা জুড়ে। গত কয়েকদিন থেকে পাহাড় এবং সমতলে ব্যাপক বৃষ্টি হয়েছে। এর ফলে একদিকে যেমন সমতলে বন্যার পরিবেশ তৈরি হয়েছে অন্যদিকে তেমনি পাহাড়ে ব্যাপক ধসের খবর পাওয়া যাচ্ছে। অতিবৃষ্টির ফলে তিস্তা এবং তোর্ষা নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করেছে।

তিস্তা নদীর ওপর প্রশাসন রেড এলার্ট এবং তোর্ষা নদীর ওপর ইয়োলো এলার্ট জারি করেছে। শুধু সমতল নয়, দুর্ঘটনার মুখে পড়া থেকে বাদ যায়নি পাহাড়। টানা বৃষ্টির ফলে তুষার ধস হচ্ছেই, সাথে ধসের ফলে রাস্তা-ঘাট, বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। অনেক রাস্তার ওপর গাছ ভেঙে পড়ে বা পাহাড়ের কিছু অংশ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আবার কোথাও রাস্তা ধসে গিয়েছে। পর্যটকরা এক কথায় বন্দী হয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এরই মধ্যে আরেকটি দুর্ঘটনার খবর পাওয়া গেল।

জানা গিয়েছে দার্জিলিঙের এসডিও বাংলোর সামনের কিছু অংশ ধসে ভেঙে পড়ে গিয়েছে। সামনের দিক ভেঙে পড়ায় নিরাপত্তাকর্মীদের ঘর সহ সামনের কিছু অংশ ভেঙে পড়েছে। আশঙ্কা করা হচ্ছিল কর্তব্যরত সিকিউরিটি গার্ড হয়তো ধসে চাপা পড়ে গিয়েছেন। আজ সেই আশঙ্কাই সত্যি হল। আজ সকালে এসডিও বাংলোর সিকিউরিটি গার্ড সুমন থাপার দেহ উদ্ধার করা হয়েছে। এই খবর পাহাড়বাসীর আতঙ্ক আরো বাড়িয়ে দিল।

Advertisement
Continue Reading
Advertisement