জলমগ্ন আন্ডারপাস, পড়ুয়াদের নিয়ে জলে আটকে গেল বাস
Connect with us

দেশের খবর

জলমগ্ন আন্ডারপাস, পড়ুয়াদের নিয়ে জলে আটকে গেল বাস

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত তেলেঙ্গনা। রাজ্যের বিভিন্ন প্রান্তে জমে গিয়েছে বৃষ্টির জল। এবার সেই জলেই আটকে পড়ল পড়ুয়া ভর্তি স্কুলবাস।

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গনার মেহবুবনগরের একটি আন্ডারপাসে। জানা গিয়েছে, বৃষ্টির জলে পুরো জলমগ্ন হয়ে গিয়েছে আন্ডারপাস। সেখান দিয়ে পড়ুয়াদের নিয়ে যাওয়ার সময় জমা জলে আটকে যায় বাসটি। ঘটনায় এখনও পর্যন্ত বাসের মধ্যে আটকে রয়েছে ২০ জন পড়ুয়া। যদিও স্থানীয়দের দ্রুত সহযোগিতায় তেমন বড় কোনও বিপদ ঘটেনি। বাসে থাকা সকল পড়ুয়াদেরই উদ্ধার করা গিয়েছে নিরাপদে।

আরও পড়ুন: পিএনবি-এর স্পেশাল অফিসার নিয়োগের পরীক্ষার ফল প্রকাশিত, কীভাবে দেখবেন রেজাল্ট জেনে নিন

Advertisement

জানা গিয়েছে, তেলেঙ্গানার মেহবুবনগর জেলার মাচানপল্লী এবং সিগুর গাড্ডা তান্ডার মধ্যে একটি RUB-তে শিক্ষার্থীদের দেওয়া নেওয়ার ওই স্কুল বাসটি বন্যার জলে আটকা পড়েছিল। এই বিষয়ে মেহবুবনগরের উপ-পুলিশ কমিশনার জানান, সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে। জল এত গভীর হবে বলে চালক আশা করেননি।

Advertisement

আরও পড়ুন: ‘প্রিয় বন্ধু’ শিনজোর প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা মোদির

বাসে জল ঢুকতে শুরু করেছে দেখে তিনি গাড়ি থামিয়ে দেন। এরপর স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়ের শিশুদের উদ্ধার করা হয়। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। একটি ট্রাক্টর ব্যবহার করে বাসটিও আরইউবি থেকে সরিয়ে নেওয়া হয়।

Advertisement