বাংলার খবর
পুরভোটে বিক্ষিপ্ত অশান্তি! শিয়ালদহ, বেলেঘাটায় বোমাবাজি, বড়তলায় একসঙ্গে বিক্ষোভ বাম-কংগ্রেস-বিজেপির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সকাল থেকেই শুরু হয়েছে কলকাতার পুর নির্বাচনের ভোট গ্ৰহণ পর্ব। নির্বাচন কমিশন নির্বিঘ্নে ভোট করার জন্য একের পর এক পদক্ষেপ নিয়েছিল। নির্বাচনের জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং প্রত্যেক বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
মোতায়েন করা হয়েছিল ২৩ হাজার ৫০০ সশস্ত্র পুলিশ বাহিনী। এছাড়া ৪ হাজার ৯৫৯ বুথে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। কিন্তু ভোট শুরু হতেই বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে। শিয়ালদহর টাকি স্কুল এবং বেলেঘাটার ৩৬ নম্বর ওয়ার্ডের খান্না হাইস্কুলের সামনে বোমাবাজির খবর পাওয়া গিয়েছে। এছাড়া বিভিন্ন বুথে বিরোধীদের পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে এনেছে বিরোধীরা। এই অভিযোগ ওঠার পর দুপুর ১২টা নাগাদ বড়তলা থানার সামনে একসঙ্গে অবস্থান বিক্ষোভে বসে বিরোধীরা। সিপিএম, কংগ্রেস এবং বিজেপি— তিন দলের কর্মীরাই থানার উল্টোদিকে বসে পড়েন। সেখানেই বিক্ষোভ দেখান তাঁরা।
তাঁদের অভিযোগ, ১৭ নম্বর ওয়ার্ডের অধিকাংশ বুথে তৃণমূল প্রার্থী মোহনকুমার গুপ্ত রিগিং করছেন। মানুষ ভোট দিতে পারছে না। কিন্তু এ ব্যাপারে উদাসীন কলকাতা পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন। থানার সামনের রাস্তা অবরোধও করেন তাঁরা। এছাড়া বাঘাযতীন এলাকাতেও তৃণমূলের বিরুদ্ধে ভোটদানে বাধা ও এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বামেরা। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে শিশির বাজোরিয়া, অগ্নিমিত্রা পালসহ বিজেপির প্রতিনিধি দল। বাম, কংগ্রেসও কমিশনে গিয়েছে। বিজেপির অভিযোগ প্রত্যেক বুথে তৃণমূলের বহিরাগত দুষ্কৃতিররা জমায়েত করেছে। কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।