দেশের খবর
সাধারন মানুষের জন্য এসবিআই ব্যাংক আনলো দারুন সুবিধা এখনই চেক করুন
একদিকে ২০০০ টাকার বন্ধের ঘটনায় যখন, সাধারন মানুষের চিন্তার ভাঁজ কপালে, তখনি কিছুটা স্বস্তি দিলো এসবি আই ব্যাঙ্ক। আপনার কি অ্যাকাউন্ট রয়েছে এসবিআই ব্যাংকের (SBI Bank) তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর এখন থেকে আর অপেক্ষা করতে হবে না লম্বা লাইনে, চটপট ব্যাংকের স্টেটমেন্ট পেয়ে যান আপনার মোবাইলের স্ক্রিনে

একদিকে ২০০০ টাকার বন্ধের ঘটনায় যখন, সাধারন মানুষের চিন্তার ভাঁজ কপালে, তখনি কিছুটা স্বস্তি দিলো এসবি আই ব্যাঙ্ক। আপনার কি অ্যাকাউন্ট রয়েছে এসবিআই ব্যাংকের (SBI Bank) তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর এখন থেকে আর অপেক্ষা করতে হবে না লম্বা লাইনে, চটপট ব্যাংকের স্টেটমেন্ট পেয়ে যান আপনার মোবাইলের স্ক্রিনে । এস বি আই এবার একাধিক সুবিধা নিয়ে গ্রাহকদের জন্য সেবা তৈরি করেছেন।
আরও পড়ুন – সাধারন মানুষের জন্য এসবিআই ব্যাংক আনলো দারুন সুবিধা এখনই চেক করুন
এস বি আই (SBI Bank) এর YONO App ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, লিংক নেই বা লাঞ্চের পরে আসুন এইরকম কত কথাই না শুনতে হয়েছে এসবিআই গ্রাহকদের । গ্রাহকদের একাধিক অভিযোগের পরেই এসবিআই এরকম একটি দুর্দান্ত সুবিধা দিচ্ছে গ্রাহকদের জন্য। যদি আপনার এসবিআই তে একাউন্ট থাকে তাহলে আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সংযোগ করুন আর সুবিধা নিন এস বি আই এর এই দুর্দান্ত সুযোগের ।
এসবিআই ব্যাংকের তরফে স্টেটমেন্ট পেতে আপনাকে দেওয়া টোল ফ্রি নম্বর 1800 1234 বা 1800 2100 কল করতে হবে। কল করার পরে, অ্যাকাউন্টের ব্যালেন্স এবং লেনদেনের বিবরণ পেতে ১ টিপতে হবে।এর পরে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের শেষ চারটি সংখ্যা লিখতে হবে। পরবর্তী ধাপে অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেতে ২ প্রেস করতে হবে, এরপর গ্রাহককে স্টেটমেন্ট পিরিয়ড সিলেক্ট করতে বলা হবে। এরপর ব্যাঙ্ক কর্তৃক তাদের ইমেল আইডিতে প্রেরণ করা হবে।