বাংলার খবর
মহুয়া ইস্যুতে বাক সংযমের বার্তা দিলেন সায়নী ঘোষ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ”কথা বলার স্বাধীনতা থাকলেও, কারও ধর্মীয় ভাবাবেগে আমাদের আঘাত দেওয়া উচিত নয়। বুদ্ধিমত্তার সাথে কাজ করা উচিত”। মহুয়া মৈত্রের মন্তব্য ইস্যুতে বাক সংযম হওয়ার পরামর্শ দিলেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ৷
বুধবার পশ্চিম মেদিনীপুরের সাংগঠনিক জেলা যুব তৃণমূলের একটি প্রস্তুতি সভাতে হাজির হয়েছিলেন সায়নী ঘোষ৷ যেখানে মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার যুব নেতা কর্মীরা হাজির হয়েছিলেন৷ কর্মীদের ২১ জুলাইয়ের সমাবেশে উপস্থিত হওয়ার পরামর্শ দিতে বক্তব্য রেখেছিলেন সভা মঞ্চে৷
জানা গিয়েছে, সেখানেই মহুয়া মৈত্রের প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দুর বিষয়টি এড়িয়ে যান সায়নী। তবে উল্টে মহুয়ার মন্তব্য প্রসঙ্গে বলেন- “আমাদের সাংসদ একটা কথা বলেছেন, তাতে ওনাদের বিরোধী দলনেতা একটা কথা বলেছেন, ওদের মধ্যে হবে এটা। মমতা বন্দোপাধ্যায় এটা নিয়ে ইতিমধ্যেই মন্তব্য করছেন৷ তাই এনিয়ে আমি এখানে কোনও কথা বলতে পারিনা৷”
আরও পড়ুন: পাক সেনার গোপন তথ্য ফাঁস, ভারতে হামলার ছক!
তিনি এও বলেন- “গণতন্ত্রে স্বাধীনভাবে কথা বলার যেমন স্থান রয়েছে, সৃষ্টির যেমন স্থান রয়েছে, তেমনি সেখানেই আমাদের মনে রাখা উচিত মানুষের ধর্মীয় ভাবাবেগে যাতে কোনও কষ্ট না দিই৷ আরও দায়ীত্বশীল আমাদের হওয়া উচিত ,বুদ্ধিমত্তার সাথে কাজ করা উচিত৷”
বুধবার পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে প্রদ্যোত স্মৃতিসদনে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল৷ যেখানে মেদিনীপুর ও ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূলের যুবকর্মীরা হাজির হয়েছিলেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে সামিল হতে ইচ্ছুক, BJP ছেঁড়ে তৃণমূলে শতাধিক নেতাকর্মী
সভাতে তৃণমূলের জেলা চেয়ারম্যান অজিত মাইতি সহ বেশিরভাগ তৃণমূলের বিধায়ক ও জন প্রতিনিধিরাও হাজির হয়েছিলেন। এই সভাতে মুখ্য বক্তা হিসেবে হাজির হয়েছিলেন সায়নী ঘোষ। সভা থেকে শহীদ দিবসের তাত্পর্য বুঝিয়ে সভাতে সকলের উপস্থিতির জন্য অনুরোধ করেছেন সায়নী৷ সাথে বিজেপির বিরুদ্ধে কোন পথে প্রচার করতে হবে তাও কর্মীদের বুঝিয়ে দিয়েছেন তিনি।