ইডেনের প্রস্তুতি দেখলেন সৌরভ, ম্যাচের দু'দিন চলবে স্পেশাল মেট্রো ও ট্রেন
Connect with us

খেলা-ধূলা

ইডেনের প্রস্তুতি দেখলেন সৌরভ, ম্যাচের দু’দিন চলবে স্পেশাল মেট্রো ও ট্রেন

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাত পোহালেই আইপিএল জ্বরে কাঁপতে চলেছে শহর কলকাতা। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে চলতি বছরের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে গুজরাত লায়ন্স ও রাজস্থান রয়্যালস। বুধবার, অর্থাৎ ২৫ তারিখ রয়েছে এলিমিনেটর ম্যাচ। প্রায় তিন বছর পর কলকাতার মাটিতে আবার ফিরছে আইপিএল। দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় নকআউটের প্রত্যেকটি ম্যাচেই গ্যালারিতে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাই ঘরের দল কলকাতা নাইট রাইডার্স উঠতে না পারলেও এই দুই ম্যাচকে ঘিরে শহরের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা রয়েছে চরম। টিকিটের চাহিদাও ক্রমশ বাড়ছে। তার আগেই ক্রিকেটের নন্দনকাননের প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার বিকেলে ইডেনে ঢুকেই পিচ পরীক্ষা করেন সৌরভ। এরপর সাইডলাইনে জোড়া ম্যাচ নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া ও অন্যান্য কর্তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা করতেও দেখা গেল বিসিসিআই সভাপতিকে।

এদিকে সোম, মঙ্গল ও বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাবে না বলেই আশা প্রকাশ করেছেন সৌরভ। বৃষ্টি হলেও ম্যাচ করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার সমস্ত রকম প্রস্তুতি নেওয়া আছে বলেই জানিয়েছেন তিনি। সোমবারও ২২ গজ সহ গোটা মাঠ কভারে ঢাকা ছিল।

 

Advertisement

ইডেনে দু’টি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। ম্যাচ শেষ হতে হতে রাত গড়াবে। তাই ইডেনে খেলা দেখতে আসা দর্শকদের সুবিধার্থে এই দু’দিন রাতে একজোড়া অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গল ও বুধবার রাত বারোটার সময় এসপ্ল্যানেড থেকে দু’টি মেট্রো ছাড়বে। একটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। সেটি দক্ষিণেশ্বর পৌঁছাবে রাত ১২.৩৩ নাগাদ। অপর মেট্রোটি যাবে কবি সুভাষ পর্যন্ত। সেটিও কবি সুভাষ স্টেশনে পৌঁছবে রাত ১২.৩৩ নাগাদ। অন্যদিকে, পূর্ব রেল কর্তৃপক্ষও দর্শকদের সুবিধার্থে প্রিন্সেপ ঘাট ও বিবাদি বাগ থেকে একজোড়া লোকাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। প্রিন্সেপ ঘাট থেকে একটি ট্রেন যাবে বারাসত। ১১টা ৫০ মিনিটে ছেড়ে রাত ১টায় সেই ট্রেন বারাসত পৌঁছবে। বিবাদি বাগ থেকে অন্য ট্রেনটি যাবে বারুইপুর পর্যন্ত। রাত ১২টা ২ মিনিটে ছেড়ে সেটি বারুইপুর পৌঁছবে রাত ১টা ৩২ মিনিটে। এছাড়াও পূর্ব রেলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, মঙ্গল ও বুধবার হাওড়া-ব্যান্ডেল শাখার শেষ ব্যান্ডেল লোকাল রাত ১১টা ৪৫ মিনের পরিবর্তে রাত ১১টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

ম্যাচের দু’দিন ধর্মতলা থেকে শহরে বিভিন্ন প্রান্তে অতিরিক্ত সরকারি বাস চালানোর কথাও চিন্তা ভাবনা করছে রাজ্য পরিবহণ নিগম। তবে পরিবহন নিগমের সভাপতি মদন মিত্র জানিয়েছেন, এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। তবে ভাবনা-চিন্তা করা হচ্ছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.