খেলা-ধূলা
স্বার্থের সংঘাতের কারণে এটিকে মোহনবাগানের পদ থেকে সরে দাঁড়াতে চলেছেন সৌরভ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্বার্থের সংঘাত তৈরি হ ওয়ায় এবার এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরসের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়! দু’দিন আগেই এটিকে মোহনবাগানের মালিক আরপিএসজি গোষ্ঠীর চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলে লখনৌয়ের ফ্র্যাঞ্চাইজি কিনেছেন।
আবার আইএসএল-এ এটিকে মোহনবাগানের অন্যতম কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেই এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরসের অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়।আবার বিসিসিআই সভাপতির দায়িত্বেও রয়েছেন সৌরভ। অর্থাৎ, যিনি বিসিসিআই সভাপতি, তাঁর অধীনেই আইপিএলে খেলবে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। আবার সেই সঞ্জীব গোয়েঙ্কারই মালিকানাধীন আইএসএল ফুটবল দলের বোর্ডে রয়েছেন সৌরভ।
তাই বিসিসিআই-এর সংবিধান অনুযায়ী সৌরভের পক্ষে সঞ্জীব গোয়েঙ্কার কোনও দলের সঙ্গে যুক্ত থাকা মানে স্বার্থের সঙ্ঘাত তৈরি হওয়া। মনে করা হচ্ছে স্বচ্ছতা বজায় রাখতেই এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করতে পারেন সৌরভ। আইএসএল-এর শুরু থেকেই তৎকালীন এটিকের অন্যতম অংশীদার ছিলেন সৌরভ। দলের খেলা থাকাকালীন মাঠে জার্সি পরে উপস্থিত থাকতে দেখা যেতো সৌরভকে। এটিকে-এর বিজ্ঞাপনী প্রচারের অন্যতম মুখ ছিলেন সৌরভ। তবে এবার আর সেই ভূমিকায় দেখা যাবে না প্রাক্তন ভারত অধিনায়ককে। সৌরভ না থাকায় এটিকে মোহনবাগানের ব্র্যান্ড ভ্যালু কমে কিনা সেটাই এখন দেখার।