বাংলার খবর
মুখ্যমন্ত্রীর জন্য আমূল পরিবর্তন হয়েছে ডুয়ার্সের, ধন্যবাদ জানাতে পায়ে হেঁটে কলকাতা আসছেন শঙ্কর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মালদহের সায়ন্তিকা দাসের পর এবার ডুয়ার্সের বিন্নাগুড়ি থেকে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কলকাতায় আসছেন শংকর ভট্টাচার্য।
গত ১১ বছরে ডুয়ার্স এলাকায় উন্নয়নের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এবং বাংলা ভাগের চক্রান্ত রুখতে ডুয়ার্সের বিন্নাগুড়ি থেকে পায়ে হেঁটে কলকাতা রওনা দিয়েছেন তিনি। বুধবার সকালে তিনি কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করেন।
বিন্নাগুড়ি এলাকার বাসিন্দা শংকর ভট্টাচার্য প্রতিদিন হাঁটাচলা করেন। এবার তিনি উদ্যোগ নিয়েছেন বিন্নাগুড়ি থেকে হেঁটে যাবেন কলকাতা। দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তাঁকে ধন্যবাদ জানাবেন।
আরও পড়ুন: বাড়ছে ভ্যাপসা গরম, বর্ষার স্বাদ থেকে বঞ্চিত দক্ষিণবঙ্গ
কারণ, গত ১১ বছরে ডুয়ার্স এলাকার উন্নয়ন। গায়ে মূখ্যমন্ত্রী মমতার ছবিওয়ালা গেঞ্জি ও হাড়িতে করে ডুয়ার্সের মাটি নিয়ে রওনা দিয়েছেন তিনি। পাশাপাশি বাংলা ভাগের চক্রান্ত রুখতেও তার এই পদক্ষেপ।
শংকর ভট্টাচার্য্য জানান, তার কোনও দাবি নেই। ডুয়ার্স এলাকায় যা উন্নয়ন মুখ্যমন্ত্রী করেছেন যাতে আগামী দিনে তিনিই মুখ্যমন্ত্রী থাকেন এই কামনাও করেন তিনি। পাশাপাশি বাংলা ভাগের চক্রান্ত করছে একশ্রেণীর মানুষ। এই চক্রান্ত রুখতে ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই তিনি পায়ে হেঁটে কলকাতার উদ্দেশে রওনা দিলেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে উপহার দিতে সাইকেলে মালদহ থেকে কালীঘাটের পথে খুদে
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে তিনি কলকাতা পৌঁছবেন বলে মনে করছেন। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানাতে চান তিনি। এদিকে এদিন শংকর ভট্টাচার্য্যর যাত্রাপথে তাকে সংবর্ধনা জানান স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা।