জীবনের শেষ উইম্বলডনে প্রথমবার মিক্সড ডবলসের সেমিফাইনালে সানিয়া
Connect with us

খেলা-ধূলা

জীবনের শেষ উইম্বলডনে প্রথমবার মিক্সড ডবলসের সেমিফাইনালে সানিয়া

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজঃ কেরিয়ারের শেষ উইম্বলডন। তাই সবুজ ঘাসের কোর্টে নিজের ছাপ রেখেই বিদায় জানাতে চাইছেন সানিয়া মির্জা। মহিলাদের ডবলসে না পারলেও উইম্বলডনে মিক্সড ডবলসে প্রথমবার সেমিফাইনালে পৌঁছে গেলেন সানিয়া। ক্রোয়েশিয়ান পার্টনার মেট পেভিককে নিয়ে মিক্সড ডবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস তারকা। কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই জুটি জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কিকে ১ ঘণ্টা ৪১ মিনিটের ম্যাচে ৬-৪, ৩-৬, ৭-৫ সেটে হারিয়ে দিলেন সানিয়ারা।

আরও পড়ুন – হিন্দু দেব-দেবীর ছবি যুক্ত কাগজে মাংস বিক্রি! গ্রেফতার বিক্রেতা

প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যায় ইন্দো-ক্রোট জুটি। তৃতীয় সেটে সানিয়াদের রিটার্ন সামলাতে রীতিমতো বেগ পেতে হয় ডাবরস্কিদের। সানিয়ারা প্রথম সার্ভের ৭৫ শতাংশ এবং দ্বিতীয় সার্ভে ৬৫ শতাংশ জিতে নেন। সানিয়ার রিটার্ন এবং পেভিকের শক্তিশালী সার্ভের সামনে দাঁড়াতেই পারেনি বিপক্ষ। সেমিফাইনালে সানিয়াদের প্রতিপক্ষ সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্টাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটি।

Advertisement

আরোও পড়ুন – ৩০০ এর বেশি রান তাড়া করে জয়ের নজির আগেও রয়েছে ইংরেজদের

Advertisement
Continue Reading
Advertisement