অবসর নিয়ে বড় ঘোষণা সানিয়া মির্জার! এই বছরের শেষেই টেনিসকে বিদায় জানাচ্ছেন
Connect with us

খেলা-ধূলা

অবসর নিয়ে বড় ঘোষণা সানিয়া মির্জার! এই বছরের শেষেই টেনিসকে বিদায় জানাচ্ছেন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুধবারই অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ডবলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সানিয়া মির্জা। কাজা জুভান এবং তামারা জিদানসেক জুটির বিরুদ্ধে ৪-৬, ৬-৭ স্ট্রেট গেমে হেরে গিয়েছেন সানিয়া ও তাঁর ইউক্রেনের পার্টনার নাদিয়া কিচেনককে।

তারপরই নিজের টেনিস কেরিয়ার নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন ভারতীয় টেনিস তারকা। এই বছরের শেষেই পেশাদারী টেনিস থেকে অবসর নেবেন সানিয়া। তাই আর যতদিন খেলবেন, ততদিন যত বেশি সম্ভব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান বলেও জানিয়েছেন ভারতীয় ‘টেনিস সুন্দরী’। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে ডবলসের প্রথম রাউন্ডে হারের পরই সাংবাদিক সম্মেলনে নিজের অবসর নিয়ে সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে সানিয়া বলেছেন, ‘ঠিক করেছি এটাই আমার শেষ মরসুম হতে চলেছে। প্রত্যেক সপ্তাহ ধরে ধরে এগোতে চাই। বছরের শেষ পর্যন্ত খেলতে পারব কিনা জানি না। কিন্তু চেষ্টা করবই।’ এই সিদ্ধান্তের পিছনে একাধিক কারণের কথাও জানিয়েছেন সানিয়া। মূলত চোট-আঘাত এবং ছেলেকে সময় দেওয়ার জন্যই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সানিয়া বলেছেন, ‘চোট সারিয়ে উঠতে এখন অনেক বেশি সময় লাগছে। আজ যখন খেলছিলাম হাঁটুতে যন্ত্রনা হচ্ছিল। আগের মতো আর এনার্জি পাচ্ছি না। সেইসঙ্গে তিন বছরের ছেলের কথাটাও মাথায় রাখতে হচ্ছে। কারণ ওকে সঙ্গে নিয়ে দেশ-বিদেশে ঘুড়তে হচ্ছে। সেদিকেও এবার নজর দেওয়ার সময় এসেছে। তবে চলতি মরসুমটা খেলতে চাই। কারণ কোর্টে ফেরার জন্য অনেক পরিশ্রম করেছি। মহিলাদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাতে সব মহিলারাই নিজেদের স্বপ্ন সত্যি করার চেষ্টা অন্তত করতে পারে।’ ভারতের প্রথম মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে গ্র্যান্ডস্ল্যাম জেতার নজির রয়েছে সানিয়ার। সিঙ্গলসে খুব একটা দাগ কাটতে না পারলেও মিক্সড এবং মহিলাদের ডবলস মিলিয়ে জিতেছেন ছ’টি গ্র্যান্স্ল্যাম খেতাব। শেষ বার গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে।

Advertisement

এছাড়াও ২০১৫ সালে উইম্বলডন ও ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। মিক্সড ডাবলসে ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন, ২০১২ সালে ফরাসি ওপেন ও ২০১৪ সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। এছাড়াও দেশের হয়ে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসেও পদক জিতেছেন তিনি। ২০১৫ সালের ১৩ এপ্রিল প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিলেন ভারতীয় টেনিস সুন্দরী। বর্তমানে তাঁর র‍্যাঙ্কিং ৬২। সিঙ্গলসে সর্বোচ্চ ২৭ নম্বরে উঠেছিলেন তিনি। ২০০৩ সালে আন্তর্জাতিক টেনিসে পথ চলা শুরু করার পর থেকে এখনও পর্যন্ত কেরিয়ারে ৪৩টি খেতাব জিতেছেন সানিয়া।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.