দেশের খবর
গুরুতর অসুস্থ অবস্থায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভর্তি করা হল এসএসকেএম-এ! রয়েছে ফুসফুসে সংক্রমণ ও শ্বাসকষ্ট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের দেওয়া পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিয়েছেন কিংবদন্তী সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। সেই নিয়ে গোটা রাজ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ভর্তি করতে হল ৯০ বছরের এই সঙ্গীত শিল্পীকে।
ফুসফুসে সংক্রমণ, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে দুপুর দেড়টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এর মধ্যে একদিন বাড়িতে পড়েও গিয়েছিলেন। কিন্তু বুধবার রাতেই তার শারীরিক অবস্থার হঠাৎ করেই অবনতি হয়। তখন তাঁর পারিবারিক চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। আজ শিল্পীর কন্যা মুখ্যমন্ত্রীকে গোটা বিষয়টি ফোন করে জানালে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পীকে হাসপাতালে ভর্তির উদ্যোগ নেন। শিল্পীর জামাতা জানিয়েছেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ রয়েছে। সেইসঙ্গে জ্বর, শ্বাসকষ্ট রয়েছে। তাঁর অক্সিজেনের মাত্রাও ওঠানামা করছে এবং একটা আচ্ছন্ন ভাব রয়েছে। তবে শিল্পীর জ্ঞান রয়েছে বলেই জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্যোগেই দুপুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়িতে পাঠানো হয় স্থানীয় কাউন্সিলরকে। পুলিশকেও প্রস্তুত রাখা হয়। পাঠানো হয় ট্রমা কেয়ার অ্যাম্বুল্যান্স। এরপর দুপুর সোয়া একটাটা নাগাদ লেক গার্ডেন্সের বাড়ি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর সঙ্গে ছিলেন তাঁর কন্যা ও জামাতা। খবর পেয়ে আগে থেকেই হাসপাতালেও প্রস্তুতি সেরে রাখা হয়েছিল। তৈরি রাখা হয়েছিল মেডিকক্যাল টিমকে। হাসপাতালে পৌঁছন মাত্রই শিল্পীকে অক্সিজেন সাপোর্ট দিয়ে উডবার্ন ওয়ার্ডে আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছ, সন্ধ্যা মুখোপাধ্যায় করোনা আক্রান্ত কিনা, তা জানতে আরটিপিসিআর টেস্ট করা হয়েছে।
রিপোর্ট এখনও আসেনি। তবে তার জন্য অন্যান্য চিকিৎসা থেমে নেই। ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ডের সদস্যরা তাঁর চিকিৎসা শুরু করেছেন। প্রাথমিকভাবে তাঁকে স্থিতিশীল করার চেষ্টা চলছে। করা হচ্ছে সব রকমের টেস্ট। তাঁর চিকিৎসার জন্য ফুসফুস বিশেষজ্ঞ সোমনাথ কুন্ডুর নেতৃত্বে একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডে মেডিসিন বিশেষজ্ঞ, কার্ডিওলজিস্ট, ফুসফুস বিশেষজ্ঞ, অস্থি বিশেষজ্ঞ-সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। সন্ধ্যা মুখোপাধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
তবে বাড়িতে পড়ে যাওয়ার কারণে তিনি যে চোট পেয়েছিলেন, তা গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। শিল্পীকে দেখতে হাসপাতালে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করার পরই মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় শিল্পীর সঙ্গে ফোনে কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর কন্যা সৌমী সেনগুপ্তকে ফোন করে সন্ধ্যা মুখোপাধ্যায়ের শরীরের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। তারপরই গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করতে হয় কিংবদন্তি সংগীতশিল্পীকে।