বাংলার খবর
ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড তৈরি করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল সম্রাট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের সবথেকে ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড তৈরি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলল সদ্য মাধ্যমিক উত্তীর্ণ সম্রাট কর।
মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের সম্রাট এবার ৪৫১ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। বাবা পেশায় চাষী মলয় চন্দ্র কর, মা গৃহবধূ সোনালী কর। মা, বাবা, বোন নিয়ে চারজনের সংসার। ছোট থেকেই ছবি আঁকায় পারদর্শী সম্রাট কর। আর সেই পারদর্শীতাই তাঁকে আজ পৌঁছে দিল সাফল্যের শিখরে। দেশের ক্ষুদ্রতম গ্রিটিংস কার্ড বানিয়ে নজির তৈরি করেছে সম্রাট।
আরও পড়ুন: অগ্নিপথ করে বিজেপি ক্যাডার ও গুন্ডা তৈরির চেষ্টা করছে, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদ জেলার (Murshidabad ) খড়গ্রাম ব্লকের হরপুর গ্রাম। এই গ্রামেই ছোট থেকেই বড় হয়ে ওঠা সম্রাট করের। তাঁর তৈরি ২ সেন্টিমিটার বাই ১.৫ সেন্টিমিটার মাপের দেশের পতাকা (National Flag) আঁকা তিন স্তর বিশিষ্ট গ্রিটিংস কার্ড (Greetings Card) রেকর্ড গড়েছে। গত ১১ মে এই গ্রিটিংস কার্ড গ্রহণ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশে বাঁকুড়ায় দুয়ারে সরকার, খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা
জানা গিয়েছে, অবশেষে সম্রাটের বাড়িতে এসে পৌঁছেছে শংসাপত্র, মেডেল ও পেন। ছোট থেকেই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় বহু পুরস্কার এসেছে ঝুলিতে। তবে তাতেও সে পিছিয়ে থাকেনি। ছোট থেকেই আঁকা ও হাতের কাজে পারদর্শী ছিল সম্রাট।