দেশের খবর
তলোয়াড় দিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন, বিতর্কে সমাজবাদী পার্টির নেতা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘জন্মদিন’। জীবনের বিশেষ এই দিনটি একটু বিশেষ ভাবে পালন করতে কে-না চাই! আমাদের চারপাশে অনেকেই অনেক ভাবে তাঁদের জন্মদিন পালন করে থাকেন।
জীবনের এই বিশেষ দিন পালন করতে গিয়ে নেট মাধ্যমে হাসির খোরাক হলেন সমাজবাদী পার্টির নেতা শাহিদ খান। নিজের জন্মদিনের কেক কাটতে গিয়ে তিনি যা করলেন তা নিয়ে শুরু হয়েছে নতুন করে তরজা। তাঁর রাস্তায় তলোয়ার দিয়ে কেক কাটার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ঘটনায় ঐ সমাজবাদী পার্টির (এসপি) সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জাজমউতে।
আরও পড়ুন: National Herald case: সনিয়া-রাহুলকে তলবের চিঠি পাঠাল ইডি
জানা গিয়েছে, এসপি সদস্য সাদিক খান তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কাটেন। জন্মদিন উদযাপনের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভিডিয়োতে, শাহিদ খানকে তলোয়ার দিয়ে একের পর এক ডজনেরও বেশি কেক কাটতে দেখা যায়। শুধু তাই নয়, তিনি যখন এইভাবে কেক কাটছিলেন তখন তাতে বাঁধা দেওয়ার পরিবর্তে উপস্থিত লোকেরা তাঁকে উত্সাহিত করেছিল।
আরও পড়ুন: হাওলাকান্ডে কেজরিওয়াল মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী গ্রেফতার, ১০ দিন ইডি হেফাজত
এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও তাঁর একাধিক কাজের জন্য অনেকবার লাইমলাইটে এসেছেন তিনি। এর আগে বিধায়ক ইরফান সোলাঙ্কি এবং রুমি হাসানের সঙ্গে তলোয়ার হাতে তাঁর ছবিও বিতর্ক তৈরি করেছিল। এই বিষয়ে আজমাউ থানার ইন্সপেক্টর পবন কুমার জানিয়েছেন, ভিডিয়োটি সামনে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।