বিনোদন
কড়া ঘেরাটোপের মধ্যে মুম্বই ছাড়লেন ‘ভাইজান’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সম্প্রতি খুনের হুমকি পেয়েছেন সলমন খান ও সেলিম খান। এই ঘটনার পরই মুম্বই পুলিশকে জানিয়ে এফআইআর করেছেন সলমনের বাবা। অভিযোগ পাওয়ার পরই রীতিমতো নড়েচড়ে বসেছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি সলমন ও সেলিম খানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র দফতর।
এদিকে, বাড়তি নিরাপত্তা নিয়েই সোমবার মুম্বইয়ের কালিনা এয়ারপোর্টে দেখা গেল ভাইজানকে। ইনস্টাগ্রামে শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা মিলেছে এয়ারপোর্টে সলমনের গাড়ি ঢুকতেই সেখান থেকে প্রথমে নেমে আসেন এক পুলিশ অফিসার। তারপর সলমনকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। সেখানে ছিলেন সলমন খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও।
এই ভিডিওতে ভাইজানকে দেখা গিয়েছে কালো টি-শার্টের উপর নীল চেকড শার্ট পরে আছেন। সঙ্গে ডেনিম প্যান্ট। করোনার নতুন নিয়ম মেনে মুখে মাস্কও পরেছিলেন তিনি। এরপর পাপারাৎজিদের দেখে হাত নাড়েন ভাইজান। জানা যাচ্ছে ব্যক্তিগত বিমানে চড়ে হায়দরাবাদে গিয়েছেন সলমন নিজের নতুন ছবির কাজের জন্য।
অন্যদিকে, পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর কোনওরকম ঝুঁকি নিতে রাজি না মহারাষ্ট্র সরকার। মুম্বই পুলিশ কমিশনার সঞ্জয় পাণ্ডে জানিয়েছেন, ‘এই চিঠি ভুয়ো কি না, তা এত জলদি বলা সম্ভব নয়। লরেন্স বিষ্ণোয়ি গ্যাং নিয়ে কিছু বলাই মুশকিল।’
View this post on Instagram