বিনোদন
বড়দিনে সাপের কামড় খেয়ে হাসপাতালে সলমন খান!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ২৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার ৫৭ তে পা দিচ্ছেন ভাইজান। কিন্তু ৫৬তম জন্মদিনের আগেই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন সলমন খান। সাপের কামড় খেলেন ভাইজান। জানা গিয়েছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে মুম্বইয়ের পানভেলে নিজের ফার্ম হাউসে হই-হুল্লড় করার ফাঁকে বাগানে বসে গল্প করছিলেন।
তখনই হঠাৎ সলমনের হাতে ছোবল মারে একটি সাপ। সঙ্গে সঙ্গেই বলিউড স্টারকে নবী মুম্বইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত তিনি স্থিতিশীল আছেন এবং সাপটি বিষধর ছিল না বলেই জানিয়েছেন চিকিৎসারা।
তবে আপাতত তাঁকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। যে কোনও বড় অনুষ্ঠান বা বিশেষ দিনে এই খামার বাড়িতেই বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করেন সলমন। গতবছর লকডাউনের সময়ও সপরিবারে এই ফার্ম হাউসেই ছিলেন তিনি। আগামী সোমবার এখানেই জন্মদিন সেলিব্রেট করার কথা ভাইজানের।