জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস' থেকে বাদ পড়লেন সলমন!
Connect with us

বিনোদন

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ থেকে বাদ পড়লেন সলমন!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিগ বস ওটিটির প্রথম সিজন তেমন ভাবে সারা ফেলতে পারেনি। কিন্তু দ্বিতীয় সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তেরা। তবে এই ওটিটির দ্বিতীয় সিজন কে হোস্ট করবে, তা এখনও জানা যায়নি।

জানা গিয়েছে, এখনই শুরু হবে না ওটিটির সিজন। বিগ বস ফ্যানক্লাব এবং মিডিয়া রিপোর্ট বলছে যে বিগ বস ওটিটির সিজন ২ এই বছরের অগস্টে শুরু হবে না। তার আগে সেপ্টেম্বর থেকে শুরু হবে বিগ বস ১৬। শুরু হয়ে গিয়েছে প্রি-প্রোডাকশনের কাজ। ঘর সেটের কাজও শুরু হবে আগামী ২ সপ্তাহের মধ্যে। শোনা যাচ্ছে বিগ বস ১৬ সিজন শেষ হলে তারপর শুরু হবে বিবি ওটিটি। তাই মনে করা হচ্ছে বিবি ওটিটি শুরু হতে হতে ২০২৩ সালের ফেব্রুয়ারি।

বিবি ওটিটি দ্বিতীয় সিজন ছোট হলেও নিশ্চিত হবে। তবে এর হোস্ট নিয়ে সাসপেন্স রয়ে গেছে। তবে সম্ভাব্য তালিকায় রয়েছে করণ জোহর, হিনা খান, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, রণবীর সিং-এর নাম। তবে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু নিশ্চিত করা হয়নি। এদিকে বিগ বস ১৬-তে কারা থাকছেন সেই নিয়েও রয়েছে জল্পনা। দিব্যাঙ্কা ত্রিপাঠী, অর্জুন বিজলানি সহ টিভির অনেক পরিচিত নাম রয়েছে তালিকায়।

Advertisement